নেতা যদি হতে চান

ঢাবির শহীদ মুনীর চৌধুরী অডিটরিয়ামে কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা
ছবি: এস কে কাব্য

‘নেতৃত্ব বলতে কী বোঝায়?’ প্রথমেই কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রশ্নটি ছুড়ে দেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রামের বিভাগীয় প্রধান সমরেশ সাহা। জবাবে এক শিক্ষার্থী বলেন, একজন নেতার মধ্যে অবশ্যই সমস্যার সমাধান করার গুণাবলি থাকতে হবে। ‘না’ শব্দটি তাঁর মধ্যে থাকা যাবে না। পরের প্রশ্নটি ছিল, ‘কর্মশালা থেকে আপনারা কী নিয়ে যেতে চান?’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, পড়াশোনা শেষে ক্যারিয়ার কোন দিকে নিয়ে যাওয়া উচিত, সে বিষয়ে আরও পরিষ্কার ধারণা পেতে চান।

৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর বন্ধুসভার ‘পেশা ও নেতৃত্ব উন্নয়ন কর্মশালা’য় এভাবেই প্রশিক্ষকদের সঙ্গে অংশগ্রহণকারীরা ক্যারিয়ার নিয়ে আলোচনায় মেতে ওঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনীর চৌধুরী অডিটরিয়ামে সকাল ১০টায় শুরু হয়ে অর্ধদিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নেতৃত্বের সঙ্গে মনের সম্পর্ক নিয়ে আলোচনা করেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম এ মোহিত কামাল
ছবি: এস কে কাব্য

ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমি বৃষ্টির সঞ্চালনায় শুরুতেই নেতৃত্বের সঙ্গে মনের সম্পর্ক নিয়ে কথা বলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম এ মোহিত কামাল। তিনি বলেন, ‘আবেগ যাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, তাদের নেতৃত্ব ভালো হয় না। মন যেদিকে টানে, সেদিকে ছুটতে হবে। দেখা ও শোনার ক্ষমতাকে শাণিত করতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে। এতে নেতৃত্বের গুণাবলি বাড়বে।’

অনেক শিক্ষার্থী এখনো ঠিকভাবে সিভি তৈরি করতে পারে না। সিভি কেন জরুরি এবং কীভাবে তৈরি করতে হয়, এসব বিষয়ে প্রশিক্ষণ দেন করপোরেট আস্কের সিইও নিয়াজ আহমেদ। তিনি বলেন, সিভি তৈরির ক্ষেত্রে ফরম্যাটের গুরুত্ব নেই। তবে তথ্যের গুরুত্ব আছে। তথ্যের মাধ্যমে ব্যতিক্রম হতে হবে। সিভি ভারী করতে হলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কিছু অর্জন বা স্বীকৃতি থাকাও ভালো।

সিভি কেন জরুরি এবং কীভাবে তৈরি করতে হয়, এসব বিষয়ে প্রশিক্ষণ দেন করপোরেট আস্কের সিইও নিয়াজ আহমেদ
ছবি: এস কে কাব্য

পেশাগত উন্নয়নে নেতৃত্বের ভূমিকা নিয়ে সমরেশ সাহা বলেন, ‘একজন নেতার মধ্যে অবশ্যই নির্দেশনা, পরিচালনা ও কর্মীদের আগলে রাখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব আমাদের সবার মধ্যেই আছে। সেটার চর্চা করতে হবে। অন্যকে উজ্জীবিত করতে হবে।’

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা মুমিত আল রশিদ বলেন, ‘আমরা হাসব, খেলব, আনন্দ করব। পাশাপাশি ক্যারিয়ার ও সুন্দর জীবনের জন্য নিজেদের দক্ষতা বৃদ্ধি করব।’

নারীর প্রতি সম্মান সবক্ষেত্রে বজায় রাখতে হবে জানিয়ে ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা সোলায়মান কবির বলেন, নেতৃত্বের জন্য এই গুণাবলি গুরুত্বপূর্ণ। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। নিজের ব্যক্তিত্বকে শাণিত করতে হবে।

পেশাগত উন্নয়নে নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রামের বিভাগীয় প্রধান সমরেশ সাহা
ছবি: এস কে কাব্য

ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ বলেন, ‘সবার মধ্যে যেন নেতৃত্বের বিকাশ ঘটে। সবাই নিজ নিজ কাজের জায়গায় নেতৃত্ব দিক। এ জন্যই আমাদের এ উদ্যোগ।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য সাইমন চৌধুরী, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ আলী ফিরোজসহ ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মিরপুর, কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা।

কর্মশালা শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। নাচ পরিবেশন করেন অর্পিতা রায়, শারমিন আরা তৃষা, মেহেদী হাসান ও জয়শ্রী চৌধুরী, গান পরিবেশন করেন পৌলমি অদিতি অন্তরা ও আতাউল মুনিম এবং কবিতা আবৃত্তি করেন নিয়ন মনি ও শহিদুল আলম। সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন সাফিন উজ জামান।