ভালোভাবে পড়েন, চাকরি আপনাকে খুঁজে নেবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর সহযোগিতায় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে এ মেলায় ৩০টি করপোরেট প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ করেছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই মেলা হয়। মেলায় পদচারণ ছিল সহস্রাধিক চাকরিপ্রত্যাশীর।
সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আলমগীর কবির। এ সময় তিনি বলেন, ‘করোনার পর সারা বিশ্বের মতো বাংলাদেশের কর্মক্ষেত্রেও বড় বাধা এসেছে। অনেকেই চাকরি হারিয়েছেন। শিক্ষাজীবন শেষ করতেও অনেকের লম্বা সময় লাগছে। এদিকে চাকরিদাতারা বলছেন, তাঁরা যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছেন না। এই মেলা চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক, প্রথম আলোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল ইসলাম ও এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার।
বিকেল সাড়ে তিনটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে শুরু হয় ক্যারিয়ার সামিট। এ সময় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ আলমগীর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পড়াশোনাটা আগে। আপনি যখন ছাত্র, তখন আপনাকে পড়াশোনাটাই করতে হবে। আপনি যদি ভালোভাবে পড়েন, তাহলে ভালো চাকরি আপনাকে খুঁজে বের করবে।’
উদ্যোক্তাদের উদ্দেশে সাইয়েদ আলমগীর বলেন, ‘আপনি অনেক পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। তারপর সেই প্রতিষ্ঠান নিয়ে যখন সংগ্রাম করতে থাকবেন, তখন কোভিডের মতো আঘাত আসবে এবং আপনি শেষ হয়ে যেতে পারেন। সে জন্য সবকিছুকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিশ্রম করে যেতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদাগর ডটকমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ মোহাম্মদ আবদুস শাকুর চৌধুরী, বিকাশের এমপ্লয়ি ব্র্যান্ডিংয়ের ব্যবস্থাপক আবু ইউসুফ মোহাম্মদ রাশেদুল আমিন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের এরিয়া ম্যানেজার ফয়সাল মাহমুদ প্রমুখ।
বিকেল পাঁচটায় মানবসম্পদ বিভাগের প্রধানদের নিয়ে প্যানেল আলোচনা হয়। আলোচনায় প্রাণ গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক হাসিবুল হাসান, এক্মি ল্যাবরেটরিজের উপব্যবস্থাপক আশিক হাসান, স্টার সিনেপ্লেক্সের মানবসম্পদ বিভাগের প্রধান লায়লা নাজনীন ও প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন কেয়া বোস। চাকরি মেলায় এসে তিনি বলেন, করপোরেট চাকরি জগৎ সম্পর্কে এখানে পূর্ণ ধারণা পাওয়া গেছে। কোন কোম্পানি কী ধরনের চাকরির সুযোগ দিচ্ছে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন কোন কোম্পানিতে কাজের সুযোগ আছে সেসব জানা গেছে। পাশাপাশি চাকরির জন্য সিভিও জমা দেওয়া সম্ভব হয়েছে। এটি ভালো উদ্যোগ। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।