প্রথম আলো সমাজের আয়না

সুকুমার বাউলের গানে শিশুরাও আনন্দে মাতে
ছবি: বন্ধুসভা

প্রথম আলো সমাজের আয়না। সমাজের নানা অসংগতি তুলে ধরে। রাষ্ট্র ও সমাজের ভুলত্রুটি তুলে ধরে। আবার নানা ভালো কাজে, নানা সৃজনশীল কাজেও সেরা প্রথম আলো। প্রথম আলো সাফল্যের গল্প তুলে ধরে। ভালো কাজের দুর্দান্ত খবর তুলে আনে। প্রথম আলো বইপাগল পলান সরকারদের মতো মানুষকে খুঁজে বের করে। মানবিক তারুণ্যের জয়গানে কাজ করে।

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সত্যে তথ্যে ২৪’ শীর্ষক আনন্দ আয়োজনে এসব কথা বলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। তিনি আরও বলেন, ‘প্রথম আলোতে মফস্‌সলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির খবর নিয়ে সাপ্তাহিক পাতা চাই।’

১০ নভেম্বর বগুড়া শহরের রোচাস চায়নিজ রেস্তোরাঁ মিলনায়তনে এ আনন্দ আয়োজন করে বগুড়া বন্ধুসভা। অনুষ্ঠানে কবি ও লেখক শোয়েব শাহরিয়ার বলেন, মেধা দীপ্ত ও সুন্দর, সুখী বাংলাদেশ গড়তে গুণী, সৎ নাগরিক দরকার। প্রথম আলো বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সৎ, শুদ্ধ ও গুণী নাগরিক তৈরির কাজ করে। সৎ মানুষ ও গুণীজনকে সম্মানিত করে। দেশপ্রেম তৈরির কাজ করে।
কবি ও কথাসাহিত্যিক বজলুল করিম বলেন, প্রথম আলো তারুণ্যের জয়গান করে। মেধাবী তারুণ্যের শক্তিতে উজ্জীবিত মেধাবী মাদকমুক্ত আগামী প্রজন্ম তৈরি করে। তারুণ্যের উদ্ভাবনকে উৎসাহিত করে। দেশকে আলোকিত করে। সত্যে তথ্যে প্রথম আলোর এ পথচলা মসৃণ হোক।

অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া বন্ধুসভার সভাপতি ডা. সামির হোসেন, সাধারণ সম্পাদক চন্দন কুমার, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ, লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, প্রথম আলো বগুড়ার অফিস ব্যবস্থাপক শরিফুল ইসলাম এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ প্রমুখ।
এর আগে শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটি বিভাগে সেরা ৯ চিত্রশিল্পীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। তারা হলো সানজিদা সামিহা, নোয়ামা ইরাম, আলী আহম্মেদ, অক্ সাহা, আতকিয়া আনজুম, মাধূয্য ভৌমিক, রুবাইয়া নুসরাত, মাহজাবীন রাফা ও হামীম।

শেষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিল্পী সুকুমার বাউল এবং ব্যান্ড বি বয়েজের শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে ক্যানসার আক্রান্ত দুস্থ-অসহায় বগুড়া সদরের মধ্য পালসার গ্রামের হাবিব শেখকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।