কয়েক দিন ধরে প্রচণ্ড গরমের কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত। এমন আবহাওয়ার মধ্যেই ৯ জুন বিকেলে ফল উৎসব করে যশোর বন্ধুসভা। যশোর কালেক্টরেট পুকুরপাড়ে অনুষ্ঠিত এই আয়োজনে ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। বিভিন্ন রকমের ফলের সমাহারে দারুণ স্বাদে মুখ রাঙান বন্ধুরা। উৎসবের মধ্যেই একপশলা বৃষ্টি ধরণি শীতল করে দিয়ে যায়।
উপদেষ্টা মনিরুল ইসলাম সবাইকে বৃষ্টিস্নাত বৈকালিক শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্যে বলেন, ‘যে শিশুরা সারা বছর ফল খেতে পারে না। সেই সব শিশুর মধ্যে ফলের পুষ্টি গুণাগুণ পৌঁছাতে আমাদের এই উৎসব।’ এই শিশুদের একত্র করেছেন শিক্ষক সাবিনা ইয়াসমিন।
উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, আনারস, পেয়ারা, তরমুজ, সফেদা, তালসহ প্রায় ১৩ রকমের ফলের সমাহার ছিল। বিভিন্ন ফলের গুণাগুণ নিয়ে কথা বলেন পুষ্টিবিদ আলাউদ্দিন আল মামুন। তিনি বলেন, ‘ফল থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ বেশি পরিমাণে পাই। এ আয়োজনে দারুণ সব ফলের সমাহার দেখেই ভালো লাগছে। আমের মধ্যে বি১২ প্রচুর পরিমাণে পাওয়া যায়। কাঁঠাল আঁশজাতীয় ফলের মধ্যে শীর্ষে, ফাইবার বেশি। অরুচি ও বমি দূর করার ক্ষেত্রে জাম ভালো একটি ফল। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, দাঁতের জন্য ভালো। তালে খনিজ লবণ বেশি। তবে ডায়াবেটিস রোগীদের জন্য রসাল ফল একটু সতর্কতার সঙ্গে খাওয়া উচিত।’
বাচিকশিল্পী কামরুল হাসান রিপন যশোর বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বন্ধুসভা বরাবরই দারুণ দারুণ অনুষ্ঠানের আয়োজন করে। যশোরেও আমরা দেখেছি তারুণ্যনির্ভর এই সংগঠন সব সময়ই অগ্রগণ্য থাকে সব সামাজিক-সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে।’ রিপনের নেতৃত্বে একটি দল কবিতা আবৃত্তি করে। এরপর খন্দকার রুবাইয়া একক আবৃত্তি করেন। উপদেষ্টা সাহেদ চৌধুরী বলেন, বন্ধুসভা সব সময়ই কল্যাণমুখী আয়োজনের সঙ্গে যুক্ত থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তাদের এই ফল উৎসব সত্যিই একটি দারুণ উদ্যোগ।
রূপালী ব্যাংকের এজিএম শহিদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন ফল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানার জন্যও এ আয়োজনের গুরুত্ব অপরিসীম। ছিন্নমূল শিশুরা বিভিন্ন ফল সম্পর্কে জানার ফলে তাদের মধ্যেও আনন্দ পরিলক্ষিত। আয়োজনের সার্থকতা কামনা করছি।’
উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর, সাংবাদিক জাহিদ হাসান, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাঈদ উর রহমান, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মঞ্জু, সভাপতি লাকি রানী কাপুরিয়া ও বন্ধুসভার বন্ধুরা। সঞ্চালনা করেন হামিদা হিমু। উৎসব বাস্তবায়নে ছিলেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাদ, সহসাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন, সুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান লিটন।
অর্থ সম্পাদক , যশোর বন্ধুসভা