বন্ধু আয় বন্ধুর টানে, বসন্ত লেগেছে প্রাণে

উৎসবে বন্ধুদের প্রাণে লাগে বসন্তের ছোঁয়া
ছবি: বন্ধুসভা

প্রকৃতিতে বসন্ত এসেছে আরও অনেক আগেই। তবে এর রেশ এখনো বন্ধুদের মনে দোলা দিয়ে যায়। দক্ষিণা হাওয়ার স্পর্শে প্রকৃতি সেজেছে নতুন রঙে। গাছে গাছে শোভা পাচ্ছে নতুন পাতা, ‍ফুলগুলোর রং যেন আরও বর্ণিল হয়ে ওঠেছে। গত ২৭ ফেব্রুয়ারি এমনই সুন্দর একটি দিনে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা সমৃদ্ধ হয়েছে নতুনের আগমনে।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌর হাতে উপহার তুলে দিচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইন
ছবি: বন্ধুসভা

‘বন্ধু আয় বন্ধুর টানে, বসন্ত লেগেছে প্রাণে’ স্লোগানে এদিন ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ঋতুরাজ বসন্ত যেন তার সব সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে। বন্ধুরা সেজে আসেন বাসন্তী রঙে। নতুনদের বরণ করে নিতে ‘নবীনের আগমনে উকিঁ দেয় বসন্ত’ শিরোনামে আয়োজন করা হয় বসন্ত উৎসব।

ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার কো-অর্ডিনেটর নওরিন তারিক খান ও সহসভাপতি আমরিন নুজহাত
ছবি: বন্ধুসভা

একই সঙ্গে নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক হয় অনুষ্ঠানে। উপস্থিত হয়ে উৎসবকে আরও রাঙিয়ে দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইন, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সহসভাপতি নাজমুল এইচ পলাশ, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ, মিনতি, শাকিব হাসান, তাহসিন আহমেদসহ বন্ধুসভার আরও অনেকে। আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইঅ্যান্ডটি অনুষদের ডিন প্রফেসর মাহফুজুর রাহমান, আইন অনুষদের ডিন প্রফেসর আনোয়ার জাহিদ, একই অনুষদের সহকারী অধ্যাপক ইফতেখার মাহমুদ, জনসংযোগ কর্মকর্তা সাজেদ ফাতেমী, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের প্রধান ফরহাদ হোসেন, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার কো-অর্ডিনেটর নওরিন তারিক খান প্রমুখ।

উপাচার্য সহিদ আকতার হুসাইনের হাত থেকে সম্মাননা স্মারক নিচ্ছেন সদ্য বিদায়ী সভাপতি আতিকুর রহমান
ছবি: বন্ধুসভা

সকাল ১০টায় শুরু হয়ে আলোচনা পর্ব চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন বন্ধুরা। সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার সহসভাপতি আমরিন নুজহাত। অনুষ্ঠানের একপর্যায়ে বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক দেওয়া এবং নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনসুরুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে তারেক রহমান।

উপদেষ্টা, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা