আইডিয়া না খুঁজে সমস্যা খুঁজতে হবে

উদ্যোক্তা কর্মশালা শেষে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে প্রশিক্ষণার্থীদের সঙ্গে অতিথিরাছবি: শুভ্র কান্তি দাস

‘তোমার পণ্য যদি তুমি মা–বাবার কাছে বিক্রি করতে না পারো, তবে সে আইডিয়া নিয়ে এগোলে ফেল করার সম্ভাবনা আছে। নতুন সমস্যা খুঁজে তার সমাধান করার চেষ্টা করো। আমাদের দেশে আমরা সব সময় আইডিয়া খুঁজি। তবে আইডিয়া না খুঁজে সমস্যা খুঁজতে হবে। সমস্যা দেখার চোখ তৈরি করতে হবে। লেগে থাকতে হবে।’

প্রথম আলো বন্ধুসভার উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে এ কথা বলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান। এ ছাড়া তিনি প্রশিক্ষণার্থীদের একটি উদ্যোগের সংবাদ লেখার বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেন।

গত ৭ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ১০টি পর্বে এই কর্মশালা চলে। অংশ নেন সারা দেশের বিভিন্ন বন্ধুসভার তরুণ উদ্যোক্তা বন্ধুরা। প্রশিক্ষণ দেন দেশের বিশিষ্ট উদ্যোক্তা এবং করপোরেট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্যানেল। সমাপনী ও সনদ বিতরণ পর্ব অনুষ্ঠিত হয় ২৬ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে।

স্বাগত বক্তব্যে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘তরুণেরা সব সময় স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্যক্তি প্রতিষ্ঠার জায়গা থেকে আদর্শ তরুণ ও আদর্শ যুবক তৈরিতে বন্ধুসভা কাজ করছে।’

‘আপনার যদি সততা থাকে, লেগে থাকেন; আপনি বড় হবেন। শর্টকাটে বড় হওয়া যায় না।’
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক

সি লিংক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও আইপিডিসির সাবেক এমডি মমিনুল ইসলাম বলেন, ‘পরিশ্রম ছাড়া কেউ সফল উদ্যোক্তা হয়েছেন, তা বিরল। একজন উদ্যোক্তাকে নিয়মিতভাবে শিখতে হবে। আমাদের আশপাশে অনেক সমস্যা আছে, তা পাশ কাটিয়ে যাই এবং অন্যকে দোষ দিই। সেখান থেকে বের হয়ে এসে যত ক্ষুদ্র হোক না কেন, ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে হবে।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘আপনার যদি সততা থাকে, লেগে থাকেন; আপনি বড় হবেন। শর্টকাটে বড় হওয়া যায় না।’

ডিজিটাল এক্সপ্রেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আপন আহসান বলেন, ‘বাংলাদেশের অনেক সমস্যা আমরা সোশ্যাল বিজনেসের মাধ্যমে সমাধান করতে পারি। একই সঙ্গে সোশ্যাল প্রবলেম সলভ করা হলো, নিজের বলার মতো একটা গল্পও হলো, আবার ব্যবসাও হলো। এর মাধ্যমে আমরা সমৃদ্ধির জায়গায় যেতে পারব।’

রান্নার জ্বালানি সমস্যার সমাধান নিয়ে ১৭ বছর ধরে একটি বহুজাতিক কোম্পানির হয়ে কাজ করছেন বাপকা বেটার প্রতিষ্ঠাতা ও এটিইসি অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর শুভাশিস ভৌমিক। সেই অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘আপনারা অনেক সৌভাগ্যবান এমন প্যানেলিস্টের কাছ থেকে জানার সুযোগ পেয়েছেন। সে সুযোগ আমি আমার সময়ে পাইনি। উদ্যোক্তা হওয়ার জন্য যে সেরা প্র্যাকটিসগুলো শিখেছেন, তা প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনারা অনেক ভালো কোনো জায়গায় যেতে পারবেন।’

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন যান্ত্রিকের প্রতিষ্ঠাতা ও সিইও শুভ আল ফারুক, পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সারোয়ার, শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুব পারভেজ, মেটার কমিউনিটি লিডার ও উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ফিনটেক অ্যানালিস্ট রুবাইয়াত সাইমুম চৌধুরী এবং ডটলাইন সোশ্যাল এন্টারপ্রাইজের হেড অব প্রোগ্রাম অ্যান্ড পার্টনারশিপ ফারহানা আক্তার।

কর্মশালা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন বলে জানান অংশগ্রহণকারীরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিন সুলতানা বলেন, ‘খুব ভালো লাগছে; এখান থেকে নতুন করে সাহস আর উদ্দীপনা পেলাম, যা আমাকে নতুন করে অনুপ্রেরণা জোগাবে।’

বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি অন্য তরুণ উদ্যোক্তারাও এই কর্মশালায় অংশ নেন। তেমনই একজন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আমেনা খাতুন। তিনি বলেন, ‘প্রথম আলো নিয়মিতভাবে পড়ার কারণে বন্ধুসভার কার্যক্রম সম্পর্কে জানতাম। একদিন সকালে প্রথম আলো পড়ার সময় উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে জানতে পারি। দ্রুতই রেজিস্ট্রশন করে ফেলি। এখন মনে হচ্ছে ভুল করিনি।’

আলোচনা পর্ব শেষে প্রশিক্ষকদের সম্মাননা প্রদান ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হক। সমাপনী পর্ব সঞ্চালনা করেন ফরহাদ হোসেন।