সিরাজগঞ্জ বন্ধুসভার বসন্তবরণ ও পিঠা উৎসব
সিরাজগঞ্জে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ বন্ধুসভার আয়োজনে পৌর শহরের সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
উৎসবে বন্ধুসভার নারী সদস্যরা নানা রকম দেশি পিঠা বানিয়ে এনে সবাইকে আপ্যায়ন করান। পিঠার মধ্যে ছিল নকশি পিঠা, ঝাল পিঠা, কুলি পিঠা, ডিম পিঠা, কদম পিঠা, পাটিসাপটা পিঠা, হৃদয়হরণ পিঠা, ডিম সুন্দরী পিঠা, তেলের পিঠা ও ঝিনুক পিঠা অন্যতম।
বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মাহবুবুল আলম, সালেহা খাতুন, আবুল কাশেম, মাহবুবা খাতুন, আবদুস সালাম, সভাপতি প্রদীপ সাহা ও প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার সহসভাপতি আল-মনসুর, সাধারণ সম্পাদক নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কামনা মেহজাবিন, নাঈম সেখসহ অন্য বন্ধুরা।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। বন্ধুসভার বন্ধুরা এতে অংশ নেন।