দক্ষতা উন্নয়নে ‘ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ১.০’

ডিআইইউ বন্ধুসভার উদ্যোগে বন্ধুদের দক্ষতা উন্নয়নে ‘ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ১.০’ প্রশিক্ষণ কর্মশালাছবি: বন্ধুসভা

‘আজকের যুগে সব ক্ষেত্রে সফলতা নির্ভর করে ভালো যোগাযোগের ওপর। শিক্ষাক্ষেত্রে অভূত পরিবর্তন এনে দিয়েছে এই যোগাযোগব্যবস্থা। এখন ঘরে বসেই পৃথিবীর সব বিষয়ের জ্ঞান আহরণ করা যাচ্ছে। বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানা ও অনুকরণ করার সুযোগ এনে দিয়েছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে হাজার হাজার তথ্য আদান-প্রদান করতে পারি।’

১ সেপ্টেম্বর ডিআইইউ বন্ধুসভার ‘ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ১.০’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম। তরুণ প্রজন্মের অন্তর্নিহিত শক্তি, প্রজ্জ্বলমান দক্ষতা ও শিক্ষামূলক উন্নয়নের লক্ষ্যে ইউনিভার্সিটির একটি কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আলোচনা করা হয় ওয়ে অব কমিউনিকেশন, চেইন অব কমান্ড, মিশন অ্যান্ড ভিশন অব ডিআইইউ বন্ধুসভা এবং অর্গানাইজেশনাল অ্যাকটিভিটি সম্পর্কে। আলোচক হিসেবে আরও ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান তাহজীব-উল ইসলাম। পরিচালনা করেন বন্ধুসভার বন্ধু প্রলয় নিবারণ সরকার।

কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান তাহজীব-উল ইসলাম বলেন, ‘চেইন অব কমান্ডের প্রাথমিক অভিপ্রায় ও উদ্দেশ্য হলো একটি সংগঠনের মধ্যে স্পষ্ট সাংগঠনিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের শ্রেণিবিন্যাস প্রতিষ্ঠা করা। মূল লক্ষ্যগুলো হলো দক্ষ যোগাযোগ ও তথ্যপ্রবাহ, সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহিতা ও তত্ত্বাবধান, স্প্যান অব কন্ট্রোল এবং শৃঙ্খলা ও সংহতি।’

তাহজীব-উল ইসলাম আরও বলেন, ‘একটি সু-সংজ্ঞায়িত চেইন অব কমান্ড প্রতিষ্ঠা করে সংস্থাগুলো সিদ্ধান্ত গ্রহণকে প্রবাহিত করতে পারে, সমন্বয় বাড়াতে পারে এবং জবাবদিহি নিশ্চিত করতে পারে। শেষ পর্যন্ত তাদের লক্ষ্য অর্জনে সামগ্রিক দক্ষতা ও কার্যকারিতা উন্নত করতে পারে।’

আলোচনা শেষে একটি জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলির ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীরা হলেন সোহেল রানা, তুহিনুজ্জামান, ফারহা সুলতানা, তাহেরা ইসলাম ও রাফসান ইসলাম। পরবর্তীকালে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন বন্ধু রাগীব, জেসি, রজনী ও সাইমুন। তাঁদের পরিবেশনায় মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।

সমাপনী বক্তব্যে ডিআইইউ বন্ধুসভার সভাপতি আবদুল মুনয়িম সরকার বলেন, ‘এ রকম দক্ষতা ও ব্যক্তি উন্নয়নমূলক কাজকর্মের মাধ্যমে আমাদের দক্ষ নাগরিক হিসেবে তৈরি হতে হবে। দেশ ও জাতি গঠনে নিরলস ভূমিকা পালন করতে হবে।’

সাধারণ সম্পাদক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা