‘বসন্ত আমাদের জীবনে নতুন আশা ও শক্তি নিয়ে আসে’

ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বসন্তবরণ অনুষ্ঠান ‘ফাগুনের রঙে ঋতুরাজের আগমন’
ছবি: বন্ধুসভা

‘বসন্ত আমাদের জীবনে নতুন আশা ও শক্তি নিয়ে আসে। এটি প্রকৃতির নবজীবনের প্রতীক। আজ আমরা একত্র হয়েছি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য, যা আমাদের সবার হৃদয়ে স্নিগ্ধতা ও আনন্দ নিয়ে আসে। এ ঋতু আমাদের শিখিয়ে দেয় যে জীবন পরিবর্তনশীল এবং প্রতিটি নতুন দিন আমাদের জন্য নতুন সুযোগ এনে দেয়।’

১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে ‘ফাগুনের রঙে ঋতুরাজের আগমন’ অনুষ্ঠানে এ কথা বলেন উপাচার্য শহীদ আকতার হোসেন।

ঢাকা মহানগর বন্ধুসভার বসন্তবরণ অনুষ্ঠানে বন্ধুদের নৃত্য পরিবেশনা
ছবি: শেখ কাব্য

পলাশের রঙে রাঙিয়ে আসে বসন্ত। বসন্তের আগমনে তাই পুলকিত বন-বনান্ত, কাননে কাননে রঙের কোলাহলে ভরে ওঠে চারদিক। এই আগুনলাগা ফাগুনে কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশনা, রম্য বিতর্ক, র‍্যাম্প প্রদর্শন, পিঠা উৎসবসহ নানা আয়োজনে ঋতুরাজকে বরণ করে নিয়েছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।

১৭ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের দশম তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর বন্ধুসভার বসন্তবরণ অনুষ্ঠান ‘তব বসন্ত বন্দনায়’। ‘ফাগুনের আহ্বানে হাসি ফুটুক মনে মনে’ স্লোগানে স্বাগত বক্তব্যে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহমুদা মুহসিনা বুশরা।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বসন্তবরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

হাসি কেবল মনে মনে নয়, বরং জীবনের সর্বক্ষেত্রে হাসিখুশি থাকতে হবে জানিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘আপনাদের সবার বসন্ত সুন্দর হোক। সবার বৈচিত্র্যকে আমরা সম্মান করব। যে যে বসন্তকে বরণ করতে চান, উদ্‌যাপন করতে চান, চাইলে তাঁদের সঙ্গে অংশগ্রহণ করব; তবে কাউকে বাধা দেব না। প্রথম আলো বন্ধুসভার এই আয়োজন সেই উৎসব। আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবী চাই।’

১৬ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বসন্তবরণ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বন্ধুরা স্মরণ করেন প্রয়াত বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে। গাওয়া হয় তাঁর বিখ্যাত গান ‘আলু বেচো, ছোলা বেচো...’। বন্ধুরা বলেন, ‘বসন্ত মানে নিজেকে উজ্জীবিত করা। মনকে শুদ্ধ করা। বসন্ত মানে তারুণ্যের বহিঃপ্রকাশ। তারুণ্যের অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে বসন্ত আমাদের মনে প্রেরণা নিয়ে আসে। ফাগুনের আগুনরাঙা প্রকৃতি আমাদের মনকে রাঙিয়ে তোলে। এ ফাগুন সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।’

সিরাজগঞ্জ বন্ধুসভার বসন্ত উৎসবে বন্ধুদের বানানো নানা রকম দেশি পিঠা
ছবি: বন্ধুসভা

অন্যদিকে বসন্তকে বরণ করে নিতে পিঠা উৎসব করে সিরাজগঞ্জ বন্ধুসভা। ১৩ ফেব্রুয়ারি পৌর শহরের সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে এটি অনুষ্ঠিত হয়। পিঠার মধ্যে ছিল নকশি পিঠা, ঝাল পিঠা, কুলি পিঠা, ডিম পিঠা, কদম পিঠা, পাটিসাপটা পিঠা, হৃদয়হরণ পিঠা, ডিম সুন্দরী পিঠা, তেলের পিঠা ও ঝিনুক পিঠা অন্যতম।

এ ছাড়া নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম, নোয়াখালী, ড্যাফোডিলসহ সারা দেশের বিভিন্ন বন্ধুসভা।

সহসভাপতি, ঢাকা মহানগর বন্ধুসভা