ভাষা ও যুক্তির মিশেল কথার সৌন্দর্য বাড়ায়

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে ‘নবীনবরণ ও দক্ষতা উন্নয়ন কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারী বন্ধুরাছবি: বন্ধুসভা

সূর্য তখন মধ্য আকাশ থেকে সরে পশ্চিমে হেলে পড়েছে। অডিটরিয়ামজুড়ে ব্যাপিত হতে শুরু করে সদ্য ফোটা কামিনীর সুবাস। নবীন বন্ধুদের আনাগোনায়, শব্দতরঙ্গে মুখর হয়ে ওঠে শুক্রবারের বিকেল। সুমধুর কণ্ঠে বেজে উঠল জাতীয় সংগীত। এ আয়োজন যাদের জন্য, তাদের অনেকেই নেতা হতে চায়। তবে বর্তমান সমাজে নেতা বনে যাওয়া তুলনামূলক সহজ হলেও নেতৃত্বের গুণাবলি অর্জন সহজলভ্য নয় বলেই মনে করেন মুমিত আল রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের এই সহযোগী অধ্যাপক বলেন, ‘ভালো নেতা হতে হলে আগে ভালো শ্রোতা হতে হয়।’

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের আলোকপাত, নবীনবরণ ও দক্ষতা উন্নয়ন কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের কনফারেন্স হলে এটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত বন্ধুরা এমন একটি বয়সের প্রতিনিধিত্ব করছেন, যে বয়সে সবাই ক্ষণে ক্ষণে যেন সুবোধ সরকারের মতো চিৎকার করে ওঠে, ‘রূপমকে একটা চাকরি দিন—এমএ পাস।’ ততক্ষণে মঞ্চে ক্যারিয়ারবিষয়ক আলোচনা করতে উপবিষ্ট হয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হাসান পলাশ।

নবীনের আগমনে বন্ধুত্বের জয়গান
ছবি: বন্ধুসভা

ভাষা বাঙালি জাতিসত্তার মূলে। ভাষার প্রতি ভালোবাসা আদতে দেশের প্রতি ভালোবাসা। মাতৃকার প্রতি দায়বদ্ধতা। এ দায়বদ্ধতা থেকেই সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উচ্চারিত হয়েছিল না..না..ধ্বনি। ভাষার ভালোবাসা নিয়ে যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান বলেন, ‘আমাদের ভাষা আছে। তবে যাদের ভাষা নেই, যারা কথা বলতে জানে না; তাদের মনের ভাবের প্রতিও আমাদের গুরুত্ব দিতে হবে।’

ভাষা ও যুক্তির মিশেল মূলত কথার সৌন্দর্য। যুক্তি, স্বল্প হাস্যে উপস্থাপন করে বিনা রক্তক্ষয়ে বিজয়। যুক্তির সৌন্দর্য নিয়ে আলোচনা করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি উত্তম রায়। তিনি বলেন, ‘যুক্তি সুন্দর; তবে বাস্তব জগৎ যুক্তি মানে না। সেই যুক্তি দিয়ে সবকিছু জয় করতে পারাটাই আমাদের সার্থকতা।’

তথ্যবহুল ভাষার উপস্থাপনে তৈরি হয় সংবাদ। প্রতিদিন টেলিভিশন খুলে সংবাদ দেখতে দেখতে ভাবনা জাগে, এমন সব সংবাদ, মানুষটি এমন সুনিপুণ শৈলীতে পড়ছেন কেমন করে! সংবাদ পাঠের শৈলী নিয়ে আলোচনা করতে ততক্ষণে পোডিয়ামে দাঁড়িয়ে গেছেন দেশের বেসরকারি টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক জাফর সাদিক। যাঁরা সংবাদ উপস্থাপক কিংবা সংবাদকর্মী হতে চান, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিকতা শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম কাজ আত্মবিশ্বাসী হওয়া।’

মঞ্চে উপস্থিত অতিথিরা
ছবি: বন্ধুসভা

দক্ষতা উন্নয়ন কর্মশালা শেষে সাংস্কৃতিক আয়োজন শুরু হয় বন্ধুসভার থিম সং দিয়ে। জীবনকে সুন্দর বলে প্রচার করি। আবার মানুষ হয়েই মানুষকে বিপদে ঠেলে দিই। সালমান ফারসির লেখা ‘প্রতিস্থাপনের রীতি’ কবিতার ‘থিয়েট্রিক্যাল পোয়েট্রি’ রূপ নিয়ে আসেন শাহরিয়ার, সেজান, স্বস্রীয়া এবং লেখক নিজে। কারও মৃত্যুতে পৃথিবী থেমে থাকে না। থাকা উচিতও নয়। দ্বৈত নাচ পরিবেশন করেন সানজিদ এবং তাহিয়াত।

কর্মশালায় অংশগ্রহণের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ, সাধারণ সম্পাদক সাইমুম বৃষ্টি প্রমুখ।

সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা