নানা আয়োজনে নতুন বন্ধুদের বরণ করে নিল এডাস্ট বন্ধুসভা

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাছবি: বন্ধুসভা

নৃত্য পরিবেশনা, গান পরিবেশনা, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বন্ধুদের বরণ করে নিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৭ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক অংকন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।

মূল পর্বের শুরুতেই নতুন বন্ধুদের মধ্যে বিগত দিনের সফল কার্যবিবরণী তুলে ধরে স্বাগত বক্তব্য দেন এডাস্ট বন্ধুসভার সভাপতি সানজিদা আক্তার। এরপরই নতুন বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে অতিথিরা
ছবি: বন্ধুসভা

আলোচনা পর্বে নতুনদের স্বাগত জানিয়ে বন্ধুসভার কার্যক্রমের মাধ্যমে নিজের কর্মক্ষমতা বৃদ্ধি এবং কীভাবে দেশ ও জনগণের উন্নয়ন সহযোগী হওয়া যায়, সে ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা মুন্নি দাস।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। ‘নাসেক নাসেক’ গানে বন্ধু জয়া, মিথিলা, জিমিয়া, কেয়া ও মোহনা দলীয় নৃত্য পরিবেশন করেন। আরেক বন্ধু জুঁই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতাটি আবৃত্তি করে সাম্যের জয়গান সবার মধ্যে বিলিয়ে দেন। সবশেষে সাধারণ সম্পাদক অংকন তঞ্চঙ্গ্যা বেশ কিছু একক গান পরিবেশন করেন। যার মধ্যে উল্লেখযোগ্য ‘আমি বাংলায় গান গাই’; যা সবাইকে আমাদের বাঙালি জাতীয়তাবাদের কথা স্মরণ করিয়ে দেয়।

উপদেষ্টা, এডাস্ট বন্ধুসভা