রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্‌যাপন ও দেশসেরা দুই বন্ধুকে সংবর্ধনা

অনুষ্ঠান শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্‌যাপন ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং কলেজ পর্যায়ে দেশসেরা মেধাবী শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় দুই বন্ধুকে সংবর্ধনা দিয়েছে রাজবাড়ী বন্ধুসভা। ১৬ জুন বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হয়েছেন মোহাম্মদ ইকবাল হাসান। তিনি রাজবাড়ী বন্ধুসভার উপদেষ্টা এবং গোয়ালন্দ উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। অন্যদিকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য (বাংলা ও ইংরেজি) ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে দেশসেরা মেধাবী শিক্ষার্থী হয়েছেন রাজবাড়ী বন্ধুসভার বন্ধু কুইন। তিনি রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সম্মাননা গ্রহণ করছেন কুইন
ছবি: বন্ধুসভা

ইকবাল হাসান আগেও একবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন। কুইন গত বছর বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশসেরা মেধাবী ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রযোগিতায় দেশসেরা মেধাবী শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। সেরা মেধাবী শিক্ষার্থী হওয়ায় সম্প্রতি সরকারি পৃষ্ঠপোষকতায় তিনি জাপান সফর করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনার ফাঁকে চলতে থাকে গান ও কবিতা আবৃত্তি। গান ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ও বারুগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা রানী দাস, অধ্যাপক দিলীপ কুমার কর্মকার, বন্ধু কুইন, সহসভাপতি আশিফ মাহমুদ, কানিজ ফাতেমা প্রমুখ। তবলায় সহযোগিতা করেন সঞ্জীব ভৌমিক। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম।

সম্মাননা গ্রহণ করছেন মোহাম্মদ ইকবাল হাসান
ছবি: বন্ধুসভা

বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালী, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুজ্জামান, রাজবাড়ী বন্ধুসভার সভাপতি অধ্যাপক আরিফুর রহমান, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক দিলীপ কুমার কর্মকার, প্রবীণ রাজনীতিবিদ কমরেড আবদুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেন, রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহম্মেদ।

বক্তারা বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার সঙ্গে মিশে আছেন। আমরা মিলনে-বিরহে, আনন্দ-বেদনায় তাঁদের লেখা গান গাই। গান শুনে অনুপ্রাণিত হই। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। ভালো কাজের উৎসাহ পাই। যে দেশে গুণের সমাদর নেই, সেই দেশে গুণী জন্মাতে পারে না। প্রথম আলো সব সময় ভালোর সঙ্গে থাকে। ভালো মানুষের সঙ্গে থাকে। ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে থাকে। বিভিন্ন ক্ষেত্রে বন্ধুসভার বন্ধুরা গুরুত্বপর্ণ ভূমিকা রেখে চলছেন। দেশ সামনে এগিয়ে নেওয়ার কাজ করছেন। মানবিক সমাজ বিনির্মাণে কাজ করছেন। রাজবাড়ী বন্ধুসভার দুই বন্ধু নিজ নিজ ক্ষেত্রে দেশসেরা হয়েছেন। এটা বন্ধুসভার জন্য গৌরবের। প্রত্যেক বন্ধুর জন্য গৌরবের।’

গান পরিবেশন করছেন বন্ধু কুইন
ছবি: বন্ধুসভা

মোহাম্মদ ইকবাল হাসান বলেন, ‘স্বীকৃতি পেতে সবারই খুব ভালো লাগে। এই স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা বাড়িয়ে দেবে। এসডিজি-৪, চতুর্থ শিল্পবিপ্লব এবং স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আরও যত্নবান ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব ইনশা আল্লাহ।’

অনুভূতি জানিয়ে কুইন বলেন, ‘দেশসেরা হওয়াতে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে পেরেছি। এটি আমার জন্য গৌরব ও আনন্দের। প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ। তারা আমাকে বিভিন্ন ইতিবাচক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।’