চবি বন্ধুসভার গ্রাফিকস ডিজাইনিং কর্মশালা
‘প্রিলিমিনারি জার্নি অব গ্রাফিকস ডিজাইনিং’ শীর্ষক ওয়েবিনার ও কর্মশালা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৭ আগস্ট বুধবার অনলাইনে অনুষ্ঠিত এ আয়োজনে কীভাবে মুঠোফোন ব্যবহার করে ঘরে বসে সহজেই গ্রাফিকস ডিজাইন শিখে ডিজিটাল টেমপ্লেট তৈরি করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের প্রভাষক ও চবি বন্ধুসভার সভাপতি রাহী হাসান। ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন প্রচার সম্পাদক মারজুক-ই-ইলাহী।
এ সময় গ্রাফিকস ডিজাইন শেখার প্রারম্ভিক পাঠ সমূহ এবং আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন মারজুক-ই-ইলাহী। তিনি বলেন, ‘বর্তমানে অনেক শিক্ষার্থী গ্রাফিকস ডিজাইনের প্রতি আগ্রহী হচ্ছে। কিন্তু কম্পিউটার, ল্যাপটপ না থাকায় ঠিকমতো কাজ করতে পারছে না। তাই আমি চেষ্টা করেছি অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহার করে কম সময়ে কীভাবে তারা গ্রাফিকস ডিজাইন করতে পারবে, সেই বিষয়ে দিকনির্দেশনা দিতে।’
প্রায় এক ঘণ্টার এই সেশনে প্রি-রেজিস্ট্রেশনের ভিত্তিতে ৯০ বন্ধু অংশ নেন।
মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা