‘প্রথম আলো এবং বন্ধুসভা অভিন্ন সত্তা’

কেক কেটে বন্ধুসভার জন্মদিন পালন করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘প্রথম আলো এবং বন্ধুসভা এক ও অভিন্ন সত্তা। এই দুইয়ে মিলে এ দেশের তরুণ প্রজন্মকে ভালো কাজে সম্পৃক্ত করার পাশাপাশি সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছে। বন্ধুসভার বন্ধুদের সৃজনশীল এবং ভালো কাজ দেশের আগাম সুসংবাদের সংকেত বহন করে।’

প্রথম আলো বন্ধুসভার ২৪তম জন্মবার্ষিকীতে এসব কথা বলেন খুলনা বন্ধুসভার সভাপতি তারক চাঁদ ঢালী। ১১ নভেম্বর বিকেলে খুলনা প্রথম আলোর অফিসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বন্ধুসভার জন্মদিন উদ্‌যাপন করেছে খুলনা বন্ধুসভা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় বন্ধুসভা নিয়ে বন্ধুরা তাঁদের অভিব্যক্তি প্রকাশ করেন। কেউ কেউ বন্ধুসভায় আসার পেছনের গল্প শোনান।

খুলনা বন্ধুসভার অর্থ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘ এক যুগ ধরে বন্ধুসভার সঙ্গে আছি। বন্ধুসভা আমার দ্বিতীয় পরিবার।’ সহসাংগঠনিক সম্পাদক শ্রাবন্তী কুণ্ডু বলেন, ‘বন্ধুসভার সঙ্গে যুক্ত থেকে নিজেকে যেমন যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাচ্ছি, তেমনি দেশসেবায় নিয়োজিত থাকতে পারছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার সহসভাপতি আশফিক আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফারজানা যূথী, ফারজানা রহমান, বন্ধু জাহিদুর রহমান, রহমাত উল্যাহ, মেহরাব হোসাইন, শাফায়েত হোসাইন, তুহিন বাওয়ালীসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা