‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের গ্যালারিতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
এর আগে ৮ নভেম্বর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ও বিজয়ীদের উপহার হিসেবে দেওয়া হয় একটি করে ফুল, বই ও সার্টিফিকেট।
মূল অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর একে একে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন বন্ধুরা। প্রথম আলো ও বন্ধুসভার কার্যক্রম নিয়ে ভিডিও চিত্রও প্রদর্শন করা হয়।
উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার উপদেষ্টামণ্ডলী, সভাপতি সুরুজ সরদার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি আহম্মদ আমানসহ অন্য বন্ধুরা। সঞ্চালনা করেন রাবি বন্ধুসভার ম্যাগাজিনবিষয়ক সম্পাদক রহিমা সিদ্দিকি।
প্রচার সম্পাদক, রাবি বন্ধুসভা