ড্যাফোডিলে বসন্ত ১৪৩০

ড্যাফোডিলে বসন্ত অনুষ্ঠানে বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনাছবি: আদিত আল নাফিউ ও সৈকত

শিশিরভেজা মাঠ শুকাতেই বাংলার প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে। বাতাসে ফুলের ঘ্রাণ, কোকিলের কুহু কুহু সুর সবাইকে জানান দেয় এসে গেছে ঋতুরাজ বসন্ত। ফুলের ঘ্রাণ, পাখিদের গুঞ্জনে মেতে উঠে রঙিন বসন্তও। বসন্তের কৃষ্ণচূড়ার রঙে রঞ্জিত হয়ে উঠে রূপসী বাংলার পথ-প্রান্তর। আর প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য্যকে বরণের অপেক্ষায় মুখিয়ে থাকে সমগ্র বাংলা।

প্রতিবারের ন্যায় এবারও ড্যাফোডিল বন্ধুসভা আয়োজন করে বসন্ত বরণ অনুষ্ঠান ‘ড্যাফোডিলে বসন্ত-১৪৩০’। এ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নলেজ ভ্যালিতে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে শুরু হয়ে দুটি পর্বের মাধ্যমে আয়োজিত হয় এ উৎসব। প্রথম পর্বে ছিল মেহেদী ও পিঠা উৎসব এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান
ছবি: আদিত আল নাফিউ ও সৈকত

উৎসবের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান, ড্যাফোডিল বন্ধুসভার কনভেনর আনোয়ার হাবিব কাজল এবং উপদেষ্টা মিলান খান। এরপর তাঁরা বন্ধুদের দেওয়া পিঠার সব কটি স্টল ঘুরে দেখেন এবং মতবিনিময় করেন। উপাচার্য এম লুৎফর রহমান বলেন, ‘বন্ধুসভায় সবাই বন্ধু। আমিও ড্যাফোডিল বন্ধুসভার একজন, তোমাদের একজন বন্ধু। সব বন্ধুদের নিয়ে বসন্ত বরণের এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ড্যাফোডিল বন্ধুসভাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি, ড্যাফোডিল বন্ধুসভা ঋতুকে বরণ করে নেওয়ার বাঙালি সংস্কৃতির এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুরা নাচ ও গান পরিবেশন করেন। ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান’ গানের তালে নৃত্য পরিবেশন করেন মুনজের আলী, ফারিহা মেহজাবিন, রুবাইয়া রূপ ও রুকাইয়া সালসাবিল। নাচের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর একে একে গান করেন‌ বন্ধু নাদিতা এবং আফরিন অর্নি। নৃত্য পরিবেশন করেন দেবী সাহা ও তাইয়্যেবা ইসলাম। বন্ধু অরিন্দম একটি একক গান করেন। ‘শুভঙ্কর ও ননদিতার কথোপকথন’ শিরোনামে প্রেমের কবিতা আবৃত্তি করেন হাসান আল বান্না ও নওরিন জাহান।

র‍্যাম্প প্রদর্শনী
ছবি: আদিত আল নাফিউ ও সৈকত

এরপর মঞ্চে ডাকা হয় জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজকে। তিনি একে একে ডেকে নেন সাবেক সব কার্যনির্বাহী সদস্যদের। উপস্থিত ছিলেন বন্ধু এহসানুল হক ফেরদৌস, সিরাজউদ্দৌলা লাবু, আফসানা সুলতানা স্মৃতি, নাজমুল খান অভি, রিয়ান আহম্মদ জয়, জান্নাতুল মলি প্রমুখ। মাহবুব পারভেজ বলেন, ‘ড্যাফোডিল বন্ধুসভার বসন্ত বরণের অনুষ্ঠান ‘ড্যাফোডিলে বসন্তে’ এসে প্রতিবার নতুন কিছু দেখতে পাই। এবারও বন্ধুরা নতুন কিছু চেষ্টা করেছেন; বিশেষ করে মঞ্চসজ্জার বিষয়টি খুবই আকর্ষণীয়। সামনে ড্যাফোডিল বন্ধুসভার আরও নতুন নতুন চমকের অপেক্ষায় রইলাম!’

এরপর দলীয় নৃত্য পরিবেশন করেন মুনজের আলী, ফারিহা মেহজাবিন, সিয়াম আরাফাত ও নওরিন। বন্ধু মোহাম্মদ তাহা তাঁর নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেন। নৃত্য পরিবেশন করেন ফারহানা কেয়া ও তানহা তাসনিম। একক গান পরিবেশন করেন হিমা, মাসুম, ফাহিম মুনতাসির ও কলি। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রম্য নাটক প্রদর্শন করেন সোয়েব নূর, রোকেয়া ও শুভ। যৌথকণ্ঠে কবিতা আবৃত্তি করেন রাইয়ান, শ্রাবন্তী চক্রবর্তী ও মায়িশা ফাহমিদা।

উৎসব শেষে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা
ছবি: আদিত আল নাফিউ ও সৈকত

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অমিত চক্রবর্তী গান গেয়ে পুরো উৎসবকে আরও মুখরিত করে তোলেন। সবশেষে প্রদর্শন করা হয় বহুল প্রতীক্ষিত র‍্যাম্প প্রদর্শনী। অংশগ্রহণ করেন রাবেয়া সুলতানা, অরিয়া তাজরিমিন, তাইয়্যেবা মিম, বৈশাখী কর্মকার, ধীমান পাউল, সাজিদুজ্জামান তৌসিফ, মাযহারুল, নাদিতা, আরাফাত ও শুভ দে শ্রীধাম। নির্দেশনায় ছিলেন সাবিরা সুলতানা ও শোয়েব নূর। এর মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘটে। দিনব্যাপী এই উৎসবের সঞ্চালনা করেন শেখ আল মুসাভভির, সানজিদা ইয়াসমিন, ফারজানা আক্তার, ইনসান কবির, যৌশিতা জাহান, মারিয়া রহমান ও নাবিলা ইসলাম।

উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা, সহসভাপতি আদিবা জামান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, অর্থ সম্পাদক নাজমুল হাসান, প্রচার সম্পাদক আবদুর রহমান, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক ফারহানা কেয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অনিক ভূষণ সাহা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইনছান কবির, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অদিত আল নাফিউ, বইমেলা সম্পাদক রাকিবুল হক, কার্যনির্বাহী সদস্য দিগন্ত মণ্ডল, মুশফিক জামাল, সাদমান হোসেন, রাইয়ান শিকদার, ফারজানা আক্তার, মানিহা আক্তার, আতিকুর রহমান, তাসফিয়া তাবাসসুমসহ আরও অনেকে।

বন্ধু, ড্যাফোডিল বন্ধুসভা