ভাসানী বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার ক্যারিয়ারবিষয়ক সেমিনার

বাংলাদেশ কাস্টমস–এর উপকমিশনার ও লেখক সুশান্ত পাল শিক্ষার্থীদের উদ্দেশে স্বপ্ন জয়ের বক্তব্য দেন
ছবি: বন্ধুসভা

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্বপ্ন জয়ের লক্ষে অনুপ্রেরণা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে বন্ধুসভা। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সকালে সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য মো. ফরহাদ হোসেন। বক্তব্য দেন খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজিজুল হক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, অপরাধতত্ত্ব ও পুলিশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাদের মিয়া প্রমুখ।

পরে বাংলাদেশ কাস্টমস–এর উপকমিশনার ও লেখক সুশান্ত পাল শিক্ষার্থীদের উদ্দেশে স্বপ্ন জয়ের বক্তব্য দেন। বিকেলে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।