অঞ্জলি লহ মোর

রাজশাহী বড়কুঠি পদ্মার পাড়ে নজরুলজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুলগীতি পরিবেশন করেন বন্ধু আকাশ কুণ্ডুছবি: বন্ধুসভা

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে।/ প্রদীপ-শিখা সম, কাঁপিছে প্রাণ মম,/ তোমায় সুন্দর বন্দিতে,/ সঙ্গীতে সঙ্গীতে।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানটি মনে ধারণ করে কবির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে রাজশাহী বন্ধুসভা। ২৬ মে বিকেলে রাজশাহী বড়কুঠি পদ্মার পাড়ে এটি অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন করছে আলোর পাঠশালার এক শিক্ষার্থী
ছবি: বন্ধুসভা

এর আগে ২৫ মে সকালে নজরুলজয়ন্তী উপলক্ষে রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন, লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, বাঁশরীর নজরুলসংগীত প্রশিক্ষক দৃষ্টি হোসেন, আলোর পাঠশালার অন্যান্য শিক্ষক এবং রাজশাহী বন্ধুসভার বন্ধুরা।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থীদের উদ্দেশে কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। পরে আলোর পাঠশালার শিক্ষার্থী এবং বন্ধুসভার বন্ধুরা মিলে নজরুলগীতি পরিবেশন করেন। সবশেষে কেক কাটা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ
ছবি: বন্ধুসভা

২৬ মে বিকেলে রাজশাহী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকা আক্তারের উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। শুরুতেই নজরুলের জীবনী পাঠ করে শোনান রাজশাহী বন্ধুসভার জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক খাদিজাতুল কুবরা। নজরুলের ‘অভিশাপ’ কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠান সম্পাদক নাহিদ হাসান। নজরুলগীতি পরিবেশন করেন বাঁশরীর নজরুলসংগীত প্রশিক্ষক দৃষ্টি হোসেন এবং রাজশাহী বন্ধুসভার বন্ধু আকাশ কুণ্ডু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সহসভাপতি পরওয়ার হোসেন, সাধারণ সম্পাদক উৎসব সরকার, দপ্তর সম্পাদক সুশীল চন্দ্র পালসহ অন্যান্য বন্ধুরা। সঞ্চালনা করেন নাহিদ হাসান।

সাধারণ সম্পাদক, রাজশাহী বন্ধুসভা