কুসংস্কার ভাঙার সময় এখন

ইউএসএআইডির সুখী জীবন প্রকল্প ও প্রথম আলোর আয়োজনে ‘কৈশোর ও যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা’ শীর্ষক কর্মশালায় অতিথি ও অংশগ্রহণকারীরা। ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার ময়মনসিংহের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে
ছবি: প্রথম আলো

গত ২৫ আগষ্ট ২০২৩ শুক্রবার ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ‘কৈশোর ও যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডির ‘সুখী জীবন’ প্রকল্পের অধীনে পাথফাইন্ডার বাংলাদেশ ও প্রথম আলো আলো বন্ধুসভা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ময়মনসিংহের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন পাথফাইন্ডারের ফ্যামিলি প্ল্যানিং ও কমপ্লায়েন্স কো–অর্ডিনেটর জাকিয়া রেজওয়ানা। তিনি বলেন, কিশোর এবং তরুণ বয়সীরা শারীরিক ও মানসিক নানা সমস্যার কথা এখনো সংকোচ ভেঙে কোথাও বলতে পারেন না। এতে তাঁদের স্বাস্থ্যগত নানা সমস্যা হয়। অথচ ওই সময়ের শারীরিক ও মানসিক পরিবর্তনের সময় সব কথা পরিবারের কাছে সহজে বলা উচিত। প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ
ছবি: প্রথম আলো

সুখী জীবন প্রকল্পের টেকনিক্যাল ডিরেক্টর শারমিন সুলতানা বলেন, সারা দেশে প্রজননস্বাস্থ্য সেবার জন্য সরকারের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কিশোর ও যুব বয়সীদের সেসব কেন্দ্র সম্পর্কে জানতে হবে। এসব কেন্দ্রে যাঁরা সেবা দেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন পাথফাইন্ডারের অ্যাডালসেন্ট ও ইয়ুথ কো–অর্ডিনেটর আজিজুর রহমান। তিনি বলেন, প্রজননস্বাস্থ্য সেবা বিষয়ে জানার কোনো বিকল্প নেই। পাশাপাশি সংকোচ ও ভয় ভেঙে পরিবারকে সমস্যার কথা বলতে হবে। বিষয়টি এখন শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদেরও প্রজননস্বাস্থ্য সেবা বিষয়ে জানতে হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন, পাথফাইন্ডারের কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ও রেজওয়ান তালুকদার। 

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।