বন্ধুসভার অভিষেক অনুষ্ঠানে মায়েদের সম্মাননা

প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা। দেশ ও দেশের বাইরের ১৪০টি বন্ধুসভার লক্ষাধিক বন্ধুর এই সংগঠন আত্মোন্নয়ন ও মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে মানবতার সেবায় বন্ধুরা ঝাঁপিয়ে পড়েন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানবতার সেবায় কাজ করে যাওয়া তারুণ্যের এই মিছিলে ১৪১তম বন্ধুসভা হিসেবে যাত্রা শুরু করল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বন্ধুসভা।

অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘মা আমার প্রথম বন্ধু, অতঃপর বাবা ও সামনের নিমগাছটি, এই আমি যাদের শীতল ছায়া ও মমতায় বেড়ে উঠেছি’ প্রতিপাদ্যে ১৯ জন মাকে সম্মান ও মমতার চাদরে আবৃত করার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার। এ উপলক্ষে ২৪ নভেম্বর শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ক্যাম্পাসে বন্ধুবরণ ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক জাফর সাদিক প্রমুখ।

১৯ জন বন্ধুর মায়েদের সম্মাননা দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বন্ধুসভার থিম সং পরিবেশন করেন বন্ধুরা। অনুষ্ঠানে ১৯ জন বন্ধুর মায়েদের সম্মাননা দেওয়া হয়।

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পথচলাকে স্বাগত জানিয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, তরুণ বন্ধুদের প্রতিনিয়ত সেবায় ও কর্মে নিয়োজিত হয়ে এই অনন্য সংগঠনের (বন্ধুসভা) হাতে হাত রেখে কাজ করার মধ্য দিয়ে নেতৃত্বগুণে সমৃদ্ধ হতে হবে। বক্তব্য শেষে তিনি বন্ধুসভার নতুন কমিটি ঘোষণা করেন।

বন্ধুসভার নীতি, আদর্শ, শৃঙ্খলা তথা সার্বিক কার্যক্রম নিয়ে এবং নবীন বন্ধুদের উদ্দেশে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক জাফর সাদিক। একই সঙ্গে তাঁরা বন্ধুসভার আত্মপ্রকাশ ও প্রথম আলোর অগ্রযাত্রার পেছনে বন্ধুসভার বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন।

বক্তব্য দেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক
ছবি: বন্ধুসভা

বন্ধুসভা ও প্রথম আলোর অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম। তিনি সাংবাদিকতায় প্রথম আলোর পেশাদারত্বের ভূমিকাকে দৃষ্টান্ত উল্লেখ করে সম্পাদক মতিউর রহমান ও প্রথম আলো পরিবারের মঙ্গল কামনা করেন। রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান আত্মবিশ্বাসী তরুণ সমাজ গঠনে বন্ধুসভার ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আহ্বায়ক মোহাম্মদ খান তামিম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মোহাম্মদ খান শুভ, সদস্যসচিব সাব্বির আহমেদ এবং বিবিএর সহযোগী অধ্যাপক রাশেদুর রহমানকে সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ অনুষ্ঠান।

ব্যবস্থাপক, গণমাধ্যম, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি