কাল শুরু হচ্ছে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালার আলোচকেরাগ্রাফিক: শাকিব হাসান

প্রথম আলো বন্ধুসভা প্রতিনিয়ত নানাবিধ ভালো কাজের মধ্য দিয়ে একটি সুন্দর ও সুস্থ সমাজ বিনির্মাণে নিরলস কাজ করছে। কিন্তু তরুণসমাজের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা না গেলে ভালো কোনো উদ্যোগই টেকসই ও ফলপ্রসূ হবে না। তাই এবার তরুণ ও যুবকদের মধ্যে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিমেড ইউনিহেলথ ও প্রথম আলো বন্ধুসভা যৌথভাবে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রচারণা কার্যক্রম ও বিশেষ কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে; যা পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলা এবং নির্বাচিত ২০টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মাদকের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধে তরুণদের করণীয় সম্পর্কে বিশেষ সচেতনতা তৈরিতে সহযোগী হিসেবে যুক্ত থাকবে প্রথম আলো ট্রাস্ট।

মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক এই বিশেষ কর্মসূচির প্রথম ধাপে আগামীকাল ১৮ আগস্ট ঢাকায় প্রথম আলো কার্যালয়ে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা (টিওটি) অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি জেলা থেকে একজন এবং নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভা থেকে একজন করে নির্বাচিত বন্ধু উপস্থিত থাকবেন। কর্মশালায় মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক, বিশেষ করে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কর্মপন্থা নির্ধারণ এবং জেলা পর্যায়ে কর্মশালা আয়োজন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

প্রশিক্ষণ কর্মশালার অতিথিরা
গ্রাফিক: শাকিব হাসান

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইউনিহেলথ ফার্মার বিপণন মহাব্যবস্থাপক সাফায়েত মাহমুদ, বিপণন পরিচালক মুহাম্মদ শামীম আলম খান, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি এম মোসাদ্দেক হোসেন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সভাপতি অধ্যাপক মো. ওয়াজিউল আলম চৌধুরী, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান।

তাঁদের বক্তব্যের পর ‘মন কী? মনের যত্ন কেন? কীভাবে নেব মনের যত্ন?’ বিষয়ে আলোচনা করবেন বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সিফাত ই সাইদ। ‘কখন বুঝব মনের সমস্যা? মনের যত্নে বন্ধু, পরিবার ও স্বজন’ বিষয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান। কথাসাহিত্যিক ও মনোরোগবিশেষজ্ঞ মোহিত কামাল আলোচনা করবেন ‘মনের যত্নে আসক্তি মুক্তি (মাদক ও ইন্টারনেট), কখন বুঝব কেউ আসক্ত, মুক্তির উপায়, বুলিং ও তার প্রতিকার (অনলাইন ও অফলাইন)’। মানসিক স্বাস্থ্য বনাম মানসিক রোগ, ধরন, প্রতিকার ও প্রতিরোধ (চিকিৎসা ও ওষুধ), আত্মহত্যার প্রতিরোধ ও প্রতিকার, মানসিক স্বাস্থ্যসহায়তা কোথায় পাব?’ বিষয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল ইউ এ চৌধুরী। ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষা (পরিস্থিতি যখন প্রতিকূল, সম্পর্কের জটিলতায়, রাগ ও ক্ষোভ নিয়ন্ত্রণ) এবং ফিরে গিয়ে যা করব’ বিষয়ে আলোচনা করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দীন আহমেদ। ‘সুন্দর জীবন ও বেঁচে থাকার আনন্দ’ বিষয়ে কথা বলবেন মডেল ও অভিনয়শিল্পী সোহানা সাবা।

দিনব্যাপী এই কর্মশালার মূল অধিবেশন সকাল ১০টা থেকে শুরু হবে। তার আগে অংশগ্রহণকারীদের আগমন, নিবন্ধন ও সকালের নাশতা, অংশগ্রহণকারীদের আসন গ্রহণ, পরিচিতি পর্ব এবং সবার প্রত্যাশা নিয়ে মতামত জানতে চাওয়া হবে। এরপর থাকবে স্বাগত বক্তব্য, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য এবং আলোচকদের কথা। সবশেষে বিকেলে থাকবে প্রশিক্ষণ মূল্যায়ন, সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ। কর্মশালা শেষে সমাপনী বক্তব্য ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

বন্ধুসভা মনে করে, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপ এবং কার্যকর প্রতিরোধকৌশল জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারে। বিশেষ করে কখনো কখনো অবসাদগ্রস্ত কারও কথা শোনাটাও খুব জরুরি হয়ে দাঁড়ায়। সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুতে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে বন্ধুসভা এ কর্মসূচি গ্রহণ করেছে। মানসিক স্বাস্থ্যের বিরুদ্ধে লড়াই করা প্রতিটি মানুষের জীবনে বাস্তবিক অর্থেই প্রভাব ফেলতে এবং হতাশা ও জীবনের মধ্যে পার্থক্য তৈরিতে এ উদ্যোগ বিশেষভাবে কার্যকর হবে।