গত ৩০ আগস্ট ২০২৩ বুধবার রাজধানীর মিরপুরের রূপনগরে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের মিলনায়তনে ‘কৈশোর ও যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা’ শিরোনামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি ‘সুখী জীবন’ প্রকল্পের অধীনে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল ও প্রথম আলো যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
ইউএসএআইডি সুখী জীবন প্রকল্পের কিশোর-কিশোরী ও যুববিশেষজ্ঞ ফাতেমা শবনম বলেন, প্রজননস্বাস্থ্য নিয়ে মন খুলে কথা বলতে হবে। কিশোর-কিশোরীরা যেন প্রজননস্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন বিষয় নিয়ে যথাযথ তথ্য পেতে পারে, সে জন্য অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
ইউএসএআইডি সুখী জীবন প্রকল্পের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক ঢাকার ফারহানা হক প্রজননস্বাস্থ্য বিষয়ে তথ্য উপস্থাপন করে জানান, কৈশোরে মাসিক অব্যবস্থাপনা, ১৮ বছরের আগে বিয়ে ও অধিক সন্তান জন্ম দিলে নারীর জরায়ু ক্যানসারের ঝুঁকি থাকে। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপদ গর্ভধারণের জন্য ১৫ বছর বয়স থেকে ৫ ডোজ টিটি টিকা নেওয়া জরুরি।
কর্মশালায় ইউএসএআইডি সুখী জীবন প্রকল্পের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপক আবু আখতারুজ্জামান ভূঁইয়া তুলে ধরেন বিভিন্ন সরকারি হেল্পলাইন নম্বর ও সেবাকেন্দ্রগুলোর তথ্য। তিনি বলেন, প্রজননস্বাস্থ্য নিয়ে অনলাইনে অনেক অসত্য তথ্য ছড়ানো হয়। কিশোর-কিশোরীদের এসব এড়িয়ে প্রকৃত তথ্য জানতে হবে।
এ ছাড়া কর্মশালায় বক্তব্য দেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার। সঞ্চালনা করেন ইউএসএআইডি সুখী জীবন প্রকল্পের যোগাযোগ ও তথ্যাদিবিষয়ক ব্যবস্থাপক রিদওয়ানুল মসরুর।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা। এর আগে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে কৈশোর ও যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবার তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এবারের কর্মশালা ছিল এ পর্বের শেষ আয়োজন।