প্রথম আলোর বড় শক্তি সত্য প্রকাশ। সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে পত্রিকাটি। সব সময় সাহসের সঙ্গে সত্য সংবাদ প্রচার করে আসছে। তারা শুধু সত্যই বলে না, সত্য প্রতিষ্ঠিত করে, সত্য ছড়িয়ে দেয়। এ জন্য প্রথম আলো অনন্য। পত্রিকাটি ছেলেমেয়েদের সৃজনশীলতা বাড়াতেও ভূমিকা রাখে।
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ৮ নভেম্বর বিকেল চারটায় শহরের এসি লাহা মিলনায়তনে এ আয়োজন করে বাগেরহাট বন্ধুসভা। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, গুজব রোধেও সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোনো ঘটনা শুনলে মানুষ সত্যটা জানতে চায়। আর কোন খবর ঠিক না ভুল, তা যাচাইয়ে সবার আগে সবাই প্রথম আলো খোঁজে। দেখতে চায়, প্রথম আলো কী লিখেছে। সংবাদপত্র হিসেবে প্রথম আলো মানুষের সেই ভরসার জায়গা করে নিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আয়োজনে আরও ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রাঙ্কনের বিষয় ছিল উন্মুক্ত। দেড় শ শিশুশিক্ষার্থী ক্যানভাসে রংতুলির ছোঁয়ায় নানা চিত্রকর্ম ফুটিয়ে তোলে। মোট ছয়জন বিজয়ীকে উপহার হিসেবে দেওয়া হয় ক্রেস্ট, বইসহ নানা পুরস্কার।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন গণসংগীতশিল্পী দাস কালিদাস, লোকসংগীতশিল্পী রনি দীপ বিশ্বাস ও শিশুশিল্পী সঞ্চারী দাস জুঁই। সম্মাননা জানানো হয় বাগেরহাট সনাকের সাবেক সভাপতি অধ্যাপক চৌধুরী আবদুর রব ও ক্রীড়া ব্যক্তিত্ব তানুজি নাগকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফউদ্দিন রাখি, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদউদ্দিন হায়দার, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মীর ফজলে সাঈদ, প্রথম আলোর প্রতিনিধি ইনজামামুল হক প্রমুখ।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা