বসন্ত উৎসব ও নবীনবরণ

বসন্ত উৎসবের মুহূর্তকে দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধাই করে রাখলেন নোয়াখালী বন্ধুসভার দুই বন্ধুছবি: বন্ধুসভা

‘বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা,
কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে...’

প্রকৃতি তার নিজস্ব বর্ণ, রূপ আর সৌন্দর্যে মেতে উঠুক বা না উঠুক, ঋতুরাজ বসন্ত এসে গেছে। এবার শুধু তাকে বরণ করে নেওয়ার পালা। তাই বসন্তকে ঘিরে নোয়াখালী বন্ধুসভা ১৬ ফেব্রুয়ারি জেলা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করে বসন্ত উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানের।

সঞ্চালনা করেন সহসাংগাঠনিক সম্পাদক তাজকির হোসেন। শুরুতেই কবি শুভ দাশগুপ্তের ‘মেঘ বলল যাবি’ কবিতাটি আবৃত্তি করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহিদা আক্তার। নৃত্য পরিবেশন করেন অর্থ সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা সুলতানা।

অনুষ্ঠানের একপর্যায়ে নতুন বন্ধুদের উদ্দেশে বন্ধুসভার বিভিন্ন কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয় একটি মনোমুগ্ধকর নাটিকা প্রদর্শনীর মাধ্যমে। নাটিকাতে অভিনয় করেন বন্ধুসভার দীর্ঘদিনের বন্ধুরা। এরপর গান পরিবেশন করেন বইমেলা সম্পাদক গোলাম শাহরিয়ার।

সাংস্কৃতিক ইভেন্টের পাশাপাশি নবীন বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেন উপদেষ্টা মাহফুজুর রহমান। একই সঙ্গে তিনি নতুন বন্ধুদের শুভকামনা জানিয়ে বলেন, ‘বন্ধুসভা এমন একটি পরিবার, যেখানে তোমরা প্রতিনিয়ত শিখতে পারবে। নিজেদের সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে পারবে। পড়ালেখার পাশাপাশি এমন সংগঠনগুলোর সঙ্গে নিজেদের নিয়োজিত রাখবা।’

বক্তব্য শেষে দলীয় নৃত্য পরিবেশন করেন বন্ধু স্বর্ণা, ইতু, তাজকির ও সানি। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন শেষে কবিতা আবৃত্তি করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল। উপস্থিত বন্ধুদের জন্য সঞ্চালক কিছু মজার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন। প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বসন্ত উৎসব ও নবীনবরণ শেষে নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নতুন বন্ধুদের মধ্য থেকে গান পরিবেশন করেন বন্ধু স্বস্তিকা দাশ, তিন্নি ও ইথিকা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার সাবেক সভাপতি মাহফুজ আহমেদ চৌধুরী। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বন্ধুসভা আমাকে একজন পটু বাগ্মী হিসেবে সবার কাছে প্রকাশ করেছে। বন্ধুসভার কল্যাণে আমি আজ শিক্ষকতার পেশায় শিক্ষার্থীদের সুন্দর করে পড়া বোঝাতে পারি। বন্ধুসভা এখান থেকে একেকজন ভবিষ্যৎ কারিগর তৈরি করে। নতুনদের জন্য অনেক অনেক শুভকামনা।’

আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবর রহমান ও নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা লায়লা পারভীন। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে লায়লা পারভীন বলেন, ‘ঋতুরাজ বসন্তের মতো সবার জীবন বর্ণিল আর রঙিন হয়ে উঠুক। এ বসন্তের সতেজতা ছড়িয়ে পড়ুক সব দিকে।’ সর্বশেষে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন বন্ধু গোলাম শাহরিয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উম্মে ফারহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া সামান্তা, দপ্তর সম্পাদক ধ্রুব ভূঞা, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আরাফাত শিহাব, বন্ধু ইমতিয়াজ হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নয়ন চন্দ্র কুরি, বন্ধু নুসরাত ফারিন, ফয়জুন্নেছা জারিন, হামীম আফসার, নাঈম হোসেন, শাহাদাত হোসেনসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা