শুভেচ্ছা জানাতে এসেছিলেন যাঁরা

ইউনিমেড ইউনিহেলথ ফার্মার বিপণন মহাব্যবস্থাপক সাফায়েত মাহমুদ, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাকিবুল হাসান মুকুল, রেজুভা ওয়েলনেসের ওয়েলনেস কনসালট্যান্ট তাওহিদা রহমান ইরিন ও ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম
ছবি: তানভীর আহেম্মদ

২৫ বছরের দীর্ঘ পথচলায় প্রথম আলো বন্ধুসভা লাখ লাখ বন্ধু পেয়েছে। বন্ধুদের নিয়ে মানবিক, সামাজিক ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কাজ করতে গিয়ে পেয়েছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী। যাঁরা বন্ধুসভার পথচলা করেছেন আরও সমৃদ্ধ। ১১ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বন্ধুসভার রজতজয়ন্তীর অনুষ্ঠানে তাঁদের অনেকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন।

মানসিক স্বাস্থ্য নিয়ে বন্ধুসভার সঙ্গে দেশব্যাপী কাজ করছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মা। এরই মধ্যে ঢাকায় সারা দেশের ৮৪টি বন্ধুসভার একজন করে প্রতিনিধি নিয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালাসহ স্থানীয়ভাবে দেশের আরও ১০টি বিশ্ববিদ্যালয় ও বন্ধুসভায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রজতজয়ন্তীর অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির বিপণন মহাব্যবস্থাপক সাফায়েত মাহমুদ। পরে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘বন্ধুসভা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন। বন্ধুসভার সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আগামীতেও এ কাজের ধারা অব্যাহত থাকবে।’

রজতজয়ন্তীর উৎসবে ঢাকার ২৩টিসহ দেশের ৩৩টি মিলে ৫৬টি বন্ধুসভার চার শতাধিক বন্ধু অংশ নেন। এ ছাড়া বিভিন্ন সময় যাঁরা বন্ধুসভার নেতৃত্ব দিয়েছেন বা যুক্ত ছিলেন, এমন অভিজ্ঞ বন্ধুরাও উৎসবে যুক্ত হন। বিকেল সাড়ে চারটায় উৎসব শুরু হয়ে শেষ হয় রাত নয়টায়।

প্রকৃতি ও পরিবেশ নিয়ে বন্ধুসভা দীর্ঘদিন ধরে কাজ করছে। সেই কাজের ধারা আরও বিস্তৃত করতে বন্ধুসভার সঙ্গে কাজ করবে আরণ্যক ফাউন্ডেশন। পরিবেশ সুরক্ষায় কাজ করা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রাকিবুল হাসান মুকুল বলেন, ‘এখানে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বন্ধুসভার সঙ্গে কাজ করার। আজ সেই সুযোগ হলো। বন্ধুসভার সঙ্গে মিলে বন ও পরিবেশ রক্ষায় সারা দেশে উদ্যোগ নিতে চাই।’ বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে বলব, যে যেখানে আছেন, নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজ করুন এবং দেশ গঠনে ভূমিকা রাখুন।’

গত বছর ইউএনডিপির সঙ্গে মিলে ‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শীর্ষক প্রচারাভিযান চালায় বন্ধুসভা। সেই প্রচারাভিযানের ফলাফল এতটাই ভালো ছিল যে ইউএনডিপি আবারও বন্ধুসভার সঙ্গে কাজ করতে চায়। রজতজয়ন্তীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘বন্ধুসভার মাধ্যমে উন্নয়নমূলক বিভিন্ন কাজ ও প্রচারণা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। এসডিজি নিয়ে কাজ করেছিলাম। সেটার ফলাফল অনেক ভালো ছিল। সামনে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করব, বন্ধুসভা আমাদের পাশে থাকবে।’

অনুষ্ঠানে এসেছিলেন ত্বক ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান রেজুভা ওয়েলনেসের কনসালট্যান্ট তাওহিদা রহমান ইরিন। বন্ধুসভাকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুদের ভালো থাকার একটি উপায় বাতলে দিয়েছেন। তাওহিদা রহমান ইরিন বলেন, ‘নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আমি প্রতিদিন একটি ভালো কাজ করি। কেউ যদি বলে তাঁর মন খারাপ, আমি তাঁর মন ভালো করার চেষ্টা করি। আপনারাও এমন ভালো কাজ করবেন। দেখবেন ভালো লাগবে।’ পাশাপাশি বন্ধুসভার ২৫ বছর উপলক্ষে বন্ধুদের জন্য তাঁর প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য ও সেবায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দেন তিনি।

চরকির ক্রিয়েটিভ লিড জাহিদুল হক অপু, কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি হেড আতাউল গনি ওসমানি ও এমব্রেলা লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. রুবেল খান
ছবি: তানভীর আহেম্মদ

বন্ধুসভাকে শুভেচ্ছা জানাতে আরও ছুটে আসেন কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি হেড আতাউল গনি ওসমানি। তিনি জানান, বন্ধুসভার ২৫ বছর উপলক্ষে তাঁদের বিভিন্ন কোর্সেও বন্ধুদের জন্য ২৫ শতাংশ ছাড় থাকবে।

বন্ধুসভাকে রজতজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে ক্লদিং ব্র্যান্ড এমব্রেলা লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. রুবেল খান ঘোষণা দেন, সারা দেশে তাঁদের যত আউটলেট আছে, সেগুলোতে বন্ধুসভার বন্ধুদের জন্য বিশেষ ছাড় থাকবে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রতিষ্ঠার শুরু থেকে তাদের সঙ্গে আছে বন্ধুসভা। উৎসবে এসে সে কথাই স্মরণ করে বন্ধুদের ধন্যবাদ জানান চরকির ক্রিয়েটিভ লিড জাহিদুল হক অপু। একই সঙ্গে নিবন্ধনকৃত বন্ধুদের ফ্রি সাবস্ক্রিপশন কুপন দেওয়ার পাশাপাশি সবাইকে চরকির কনটেন্ট দেখার আহ্বান জানান।

রজতজয়ন্তী উৎসবে এনভায়রনমেন্ট অ্যান্ড কনজারভেশন পার্টনার হিসেবে ছিল আরণ্যক ফাউন্ডেশন, রিফ্রেশমেন্ট পার্টনার ইস্পাহানি টি লিমিটেড, ওয়েলনেস পার্টনার রেজুভা ওয়েলনেস, এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, বেভারেজ পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার এমব্রেলা লিমিটেড, নিউট্রিশন পার্টনার গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, স্কিল ডেভেলপমেন্ট পার্টনার কোডার্সট্রাস্ট ও ফ্যাশন পার্টনার ছিল টুয়েলভ ক্লদিং লিমিটেড।