সন্ধ্যা হয়েছে। রাত পোহালেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় জমাবেন বন্ধুরা। সারা দেশের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। উদ্দেশ্য ‘এসো মিলি জলধারায়’ শিরোনামে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে বার্ষিক সভা ও আনন্দ আড্ডায় যোগ দেওয়া।
আগামীকাল ৩০ ডিসেম্বর সকাল সাতটায় সদরঘাট লঞ্চ টার্মিনালের লালকুঠি ঘাট থেকে বন্ধুদের নিয়ে চাঁদপুর তিন নদীর মোহনার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি লঞ্চ। দুপুরে গন্তব্যে পৌঁছানোর পর সেখানে কিছু সময় অতিবাহিত করে আবারও বন্ধুদের নিয়ে ঢাকায় ফিরে আসবে নৌযানটি। পরিচয় পর্ব, মুক্ত আলোচনা, র্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ নানা আয়োজনে মুখর থাকবে পুরো যাত্রা পথ। র্যাফল ড্রয়ে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।
পাশাপাশি সারা বছরের বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে নির্বাচিত সেরা ১০ বন্ধুসভা এবং বৃক্ষরোপণ অভিযানের সেরা ১০টি বন্ধুসভার নাম ঘোষণা ও তাদের পুরস্কৃত করা হবে। চাঁদপুর পৌঁছানোর পর সেখানে একটি সরকারি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দঘন সময় উপভোগ এবং দুপুরের খাবার খাবেন বন্ধুরা।
এই আয়োজনে অর্ধশতাধিক বন্ধুসভা থেকে বন্ধুরা অংশ নেবেন। কেউ কেউ পরিবারের সদস্যদেরও সঙ্গে নিচ্ছেন। এর বাইরে প্রথম আলো ও বন্ধুসভার শুভাকাঙ্ক্ষীরাও থাকবেন। সন্ধ্যা ছয়টায় ঢাকায় ফিরে আসার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে।