বন্ধুসভার শারদ উৎসব
অনুষ্ঠান কেবল শুরু হয়েছে। দুই সঞ্চালক ঘোষণা দিলেন, প্রথমেই ‘শরৎ তোমার অরুণ আলোয়’ গানের তালে নাচ নিয়ে আসছেন ঢাবি বন্ধুসভার তাসনুভা তারান্নুম। তাঁর পরিবেশনা দেখতে সঙ্গে সঙ্গে মঞ্চের সামনে ফ্লোরে বসে যান ডজনখানেক বন্ধু। বাকিরা চেয়ারে বসেন, কেউ কেউ আবার জায়গা না পেয়ে দাঁড়িয়ে উপভোগ করেন।
১২ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘শারদ উৎসব’ শিরোনামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে উৎসব চলে রাত আটটা পর্যন্ত। এতে অংশ নিয়েছেন ঢাকার বিভিন্ন বন্ধুসভার দেড় শতাধিক বন্ধু। সাংস্কৃতিক পর্বের পাশাপাশি ছিল খাবারের আয়োজন। শারদের আমেজের সঙ্গে মিলিয়ে রাখা হয় নাড়ু, বিন্নি ধানের খই, মুড়ি, জিলাপি, সন্দেশ, বাতাসা, মোয়া, নিমকিসহ নানান পদের শুকনা খাবার। আর উৎসবে শরতের আবহ নিয়ে আসতে মঞ্চের এক পাশ কাশফুল দিয়ে সাজানো হয়।
গান পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধু রাবেয়া খাতুন, রাকিন শাহরিয়ার, শেকৃবি বন্ধুসভার অদিতি পোদ্দার ও আয়নাতুল ইসলাম, ঢাকা মহানগরের হৃদয় সৈকত, ঢাবি বন্ধুসভার মামুন খান এবং জাতীয় পর্ষদের পৌলমী অদিতি। কবিতা আবৃত্তি করেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সোলায়মান কবির, শেকৃবি বন্ধুসভার সাকিব আহমেদ, ঢাবি বন্ধুসভার নোভা ও উম্মে আকসা। নৃত্য পরিবেশন করেন ইশতি খান এবং ‘সখী, ভাবনা কাহারে বলে’ গানের তালে দলীয় নাচ পরিবেশন করেন ঢাকা মহানগরের ইসরাত জাহান, খাদিজা জান্নাত, মেঘা খেতান ও শারমিন তৃষা। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল র্যাম্প প্রদর্শনী। সেখানে জুটি হয়ে অংশ নেন খাদিজা জান্নাত-জাফর সাদিক, পারিসা মেহজাবিন-গাজী আনিস, আলাদিন আসাদ-ইসরাত জাহান, অনিক সরকার-মেঘা খেতান, সাবরিনা লিজা-আশিক হোসাইন, এস কে কাব্য-মনিরা আক্তার ও শারমিন তৃষা-তাহসিন মাজেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক।
একটি পর্বে ছিলে উপস্থিত পরিবেশনা। সেখানে টোকেনের মাধ্যমে আগ্রহী বন্ধুদের থেকে কয়েকজনকে মঞ্চে নিয়ে আসা হয়। এর মধ্যে জাতীয় পর্ষদের বন্ধু গাজী আনিস ২০ সেকেন্ডে ৬৪ জেলার নাম বলে শোনান। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে অনিক সরকার ও মেঘা খেতান ‘ধরো যদি হঠাৎ সন্ধ্যে’ গানে সুর তোলেন, সেই সুরে গলা মেলান অন্য বন্ধুরাও। কয়েকজন বন্ধু নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রথম আলো কার্যালয়ে বন্ধুসভার এ রকম অনুষ্ঠান বন্ধুদের মধ্যে আন্তরিকতা আরও বৃদ্ধি করবে। এ ধরনের সাংস্কৃতিক উৎসব যেন আরও বড় পরিসরে হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান মাহমুদ ও মেহেরুন্নেসা নূরী। সার্বিক সহযোগিতা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর বন্ধুসভার তৌহিদ ইমাম।