এসডিজি: সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়

‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শীর্ষক প্রচারাভিযানে শোভাযাত্রা, চট্টগ্রাম ২৯ নভেম্বর ২০২২ছবি: জুয়েল শীল

কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়—জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মূল সুর এই বাক্যেই যেন প্রতিফলিত হয়েছে। ইউএনডিপি–ইউএনইপি প্রভার্টি– এনভায়রনমেন্ট অ্যাকশনের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো ও প্রথম আলো বন্ধুসভা ‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শীর্ষক দেশব্যাপী এক প্রচারাভিযানের আয়োজন করে।

এই আয়োজনের অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানগুলো হয়েছে ১৯ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে, ২৬ নভেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এবং ২৯ নভেম্বর চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমিতে। প্রথম আলো বন্ধুসভার সামাজিক যোগাযোগমাধ্যম ও এবিসি রেডিওতেও চলছে নানামুখী প্রচারণা।

বিভাগীয় পর্যায়ের আয়োজনগুলোয় ছিল এসডিজিবিষয়ক র‌্যালি, এসডিজি নিয়ে বারোয়ারি বিতর্ক, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণদের মুক্ত আলোচনা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা।

সব অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন সুবিধাবঞ্চিত ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যুব প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রায় ১ হাজার ২০০ যুব ও যুব নারী।

রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি বন্ধুসভা থেকে ৩০৫ জন প্রতিনিধি, সিলেট আয়োজিত অনুষ্ঠানে ১০টি বন্ধুসভা থেকে ৩১০ জন প্রতিনিধি এবং সবশেষে চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে ২০টি বন্ধুসভা থেকে ৩০৯ জন প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিটি অনুষ্ঠানেই ৭০ জন শিশু ছবি এঁকেছে।

বন্ধুসভা জাতীয় পর্ষদের তত্ত্বাবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, সিলেট বন্ধুসভা ও চট্টগ্রাম বন্ধুসভা প্রচারাভিযানগুলো বাস্তবায়ন করে।

দেশব্যাপী এসডিজি প্রচারাভিযান সমন্বয় করেছেন প্রথম আলোর পক্ষ থেকে ফিরোজ চৌধুরী ও ইউএনডিপির পক্ষ থেকে ফারহানা রাজ্জাক।

বিভাগীয় পর্যায়ের সফল আয়োজনের ধারাবাহিকতায় ঢাকায় জাতীয় সমাবেশ হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।