‘স্বপ্ন দেখো বড়, লক্ষ্য রাখো সুদৃঢ়। নিজের মেধা আর পরিশ্রমের জোরে গড়ে ফেলো সেই পথ, যেখানে সাফল্য তোমার জন্য অপেক্ষা করবে,’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ক্যারিয়ারবিষয়ক কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন ম্যারিকো বাংলাদেশের টেরিটরি ম্যানেজার রোকেয়া আক্তার মুনা।
২৬ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘নব্য গন্ধে প্রাণের ছন্দে’ স্লোগানে নবীন বন্ধুদের বরণ করে নিতে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মাওলা ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় সংগঠনগুলোর মধ্যে অপেক্ষা করছে এমন অগণিত সুযোগ, যা দিন শেষে নিজেকে আবিষ্কার করার নিখুঁত একটি মাধ্যম। এমন স্মৃতি তৈরি করার জন্য প্রস্তুত হও, যা জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
বন্ধুসভার বিভিন্ন কাজ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন জাতীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মাওলা। তিনি বলেন, ‘বন্ধুসভা কখনো একই ধাঁচের কাজে সীমাবদ্ধ থাকে না। বন্ধুরা যেন সামাজিক কাজে এবং সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে পারে, সেটাই নিশ্চিত করার চেষ্টা করা হয়।’
জাতীয় পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট বলেন, নবীন শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাণ। তাঁদের যেমন উচিত এই সময়ে নিজেদের প্রতিভা অন্বেষণ করা, ঠিক তেমনই সংগঠনগুলোরও উচিত এই যাত্রায় তাঁদের সহযোগিতা করা।
বন্ধুবরণের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব। নবীন শিক্ষার্থীদের চমকপ্রদ পারফরম্যান্স দর্শক সারির প্রশংসা কুড়িয়েছে। নৃত্য ও গান পরিবেশনা এবং কবিতা আবৃত্তি দিয়ে তাঁরা সাংস্কৃতিক সন্ধ্যাকে প্রাণবন্ত করে তোলেন। সর্বশেষ পর্বে ছিল কনসার্ট, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করে।
অনুষ্ঠানের আহ্বায়ক শেখ হামিম বলেন, ‘৫২তম আবর্তনের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সব বন্ধুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সফল করেছে।’ আরও উপস্থিত ছিলেন জাবি বন্ধুসভার বিগত কমিটির সভাপতি হামিদা জান্নাত, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্নাসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। এর আগে বন্ধুবরণের অংশ হিসেবে ২৩ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকির সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে মুভি প্রদর্শনী হয়। দেখানো হয় প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ অভিনীত এবং শিহাব শাহীন পরিচালিত ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি।
আয়োজনে লজিস্টিক সহযোগী ছিল বিকন, স্ট্র্যাটেজিক সহযোগী ম্যারিকো বাংলাদেশ ও গিফট সহযোগী হিসেবে ছিল ডেভিয়ান।
প্রচার সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা