রম্য বিতর্ক ও ফল উৎসব

হরেক রকম ফল সামনে নিয়ে স্মৃতির ফ্রেমে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘পাকা ফলের মধুর রসে রঙিন করি মুখ’ স্লোগানে বুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ফল উৎসব-২০২৩ ও রম্য বিতর্ক। ৪ জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

রাবি বন্ধুসভার সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমাইয়া জেসমিন।

উৎসবে প্রায় ১৭ ধরনের ফল পরিবেশন করা হয়
ছবি: বন্ধুসভা

শুরুতেই রম্য বিতর্কে অংশ নেন বন্ধুরা। সবাইকে দ্বৈতভাবে একটি করে ফলের নাম দেওয়া হয় এবং তাঁরা ‘সেই ফলটিই সেরা’ এর পক্ষে যুক্তি তুলে ধরেন। বিতর্কে ১৪ জন বন্ধু অংশ নেন। উৎসবে শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।

প্রায় ১৭ ধরনের ফল পরিবেশন করা হয়। ফলের মধ্যে ছিল আম, জাম, লিচু, তাল, নারকেল, কমলা, আঙুর, কামরাঙা, আমড়া, আনারস, তরমুজ, কাঁঠাল, পেঁপে, খেজুর, বাঙ্গি, পেয়ারা, আতা, কলা, বেল প্রভৃতি।

সাংগঠনিক সম্পাদক, রাবি বন্ধুসভা