ক্যাম্পাসের শীতকালীন আবহে নতুন উষ্ণতা

জাবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

শীতের কুয়াশা মোড়ানো সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অপরূপ। যা ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থীর জীবনে ভিন্ন মাত্রা যোগ করে। সেটিকে আরও উপভোগ্য করে তুলতে জাবি বন্ধুসভা আয়োজন করেছে ক্যাম্পফায়ার, বারবিকিউ এবং সাংস্কৃতিক আড্ডা। ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। প্রথম পর্বে ব্যাডমিন্টন, বালিশ খেলা ও মুভি গেসিং গেমের পর্বগুলো বন্ধুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ তোলে। অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা দিয়ে মুহূর্তগুলো আনন্দময় করে তোলেন।

ব্যাডমিন্টন খেলা
ছবি: বন্ধুসভা

বারবিকিউ পর্বে খাবার তৈরিতে সবাই অংশ নেন। গরম ধোঁয়া ওঠা বারবিকিউ, ঠান্ডা বাতাসে আগুনের তাপ আর বন্ধুত্বের উষ্ণ আলাপচারিতা পুরো আয়োজনকে স্মরণীয় করে তোলে।

ক্যাম্পফায়ারের আলোয় জমে ওঠে সাংস্কৃতিক আসর। বন্ধুরা গান ও গল্পের মাধ্যমে নিজেদের মুগ্ধতাময় পরিবেশনা উপস্থাপন করেন।

বন্ধুরা বলেন, জাহাঙ্গীরনগরের শীত বরাবরই স্মৃতিময়। এই আয়োজনের মূল উদ্দেশ্য বন্ধুদের মধ্যে সম্প্রীতি এবং ক্যাম্পাসের শীতকালীন আবহে নতুন উষ্ণতা যোগ করা। এ ধরনের আয়োজন শুধু আনন্দই দেয় না, বরং বন্ধুত্বের বন্ধন আরও গভীর করে। বারবিকিউর ধোঁয়া, ক্যাম্পফায়ারের আলো আর গান যেন শীতের রাতে জীবনের আসল আনন্দকে উপলব্ধি করায়।

বালিশ খেলা
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শীতকে আরও উপভোগ্য করতে আমরা এমন আয়োজন চালিয়ে যাব। বন্ধুদের জন্য এ ধরনের উদ্যোগ আগামী সময়েও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবি বন্ধুসভার ২০২২ কার্যনির্বাহী কমিটির সভাপতি হাসান মাহমুদ সম্রাট, ২০২৩ কার্যনির্বাহী কমিটির সভাপতি হামিদা জান্নাত, ২০২৩ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, ২০২২ কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ইমরান হোসেন, সাবেক বইমেলা সম্পাদক ইব্রাহিম নোমান, ২০২৩ কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক পৃষতী খানসহ প্রায় ৬০ বন্ধু। সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়।

সভাপতি, জাবি বন্ধুসভা