চড়ুইভাতি ও আনন্দমেলা

বালিশ খেলার একটি মুহূর্ত
ছবি: বন্ধুসভা

১১ বছর বয়সী ছোট্ট বন্ধু বুশরা আরশির কথা, ‘সে বন্ধুসভার বন্ধু হবে। সবাইকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকবে।’ একই বয়সের বিপু চৌধুরীর ভাষ্য, ‘সে এখন থেকেই বন্ধুসভার বন্ধু।’ এর পর থেকে তাকে যেন এমন সুন্দর অনুষ্ঠানগুলোয় অবশ্যই ডাকা হয়, সে অনুরোধও করে।

‘বন্ধুত্বে অহর্নিশ বন্ধুসভা ২৪’ প্রতিপাদ্যে ১৮ নভেম্বর প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চড়ুইভাতি ও আনন্দমেলার আয়োজন করে জামালপুর বন্ধুসভা। জেলার ‘লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক’-এ দিনব্যাপী এই আয়োজনে আরশি, বিপু এবং বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি উপস্থিত হন উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ তাঁদের পরিবার নিয়েও আসেন। আয়োজনে মধ্যে ছিল বোতল ফ্লিপ, হাঁড়ি ভাঙা, ঝুড়িতে বল ফেলা, বালিশ খেলা, কেক কাটা, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বোতল ফ্লিপ খেলা
ছবি: বন্ধুসভা

বন্ধুরা সকাল ১০টায় ভেন্যুর সামনে উপস্থিত হন। তারপর সবাই একসঙ্গে পার্কে ঢোকেন। চড়ুইভাতির সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিজেরা রান্না করা। তাই ভেন্যুতে পৌঁছানোর পরপরই কয়েক বন্ধু লেগে যান রান্নার কাজে। অন্য পাশে শুরু হয় ‘বোতল ফ্লিপ’ খেলা।
দিনটি শুক্রবার থাকায় জুমার নামাজের বিরতি দেওয়া হয়। নামাজ শেষেই খাওয়াদাওয়ার পর্ব। এরপর আবারও খেলার আয়োজন। এবার রান্নার কাজ করা বন্ধুরাও যুক্ত হন। এই পর্বে হাঁড়ি ভাঙা, ঝুড়িতে বল ফেলা, ও বালিশ খেলায় দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেন ছেলে ও মেয়েরা।

সূর্য তখন পশ্চিম দিকে হেলে পড়েছে। খেলাধুলা শেষে এবার আড্ডা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের পালা। শুরুতেই নিজের অনুভূতি প্রকাশ করেন জামালপুর বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসানের সহধর্মিণী হিমু আক্তার। তিনি বলেন, ‘প্রতিবছর শীতের সময়টায় এই রকম চড়ুইভাতির আয়োজন করা হলেও দুই বছর ধরে করোনার কারণে তা সম্ভব হয়নি। এই বছর শত ব্যস্ততার মধ্যেও সবাই একত্র হয়েছে। এভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে হবে।’
জামালপুর বন্ধুসভার সভাপতি মোহাইমিনুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এভাবে আমরা বন্ধুরা সবাই যদি সব সময় পাশে থাকি, তাহলে যেকোনো কাজেই সফল হওয়া সম্ভব।’ আসন্ন কিছু কর্মসূচি নিয়ে কথা বলেন সাংগঠনিক সম্পাদক নিজামুল করিম।

দুপুরের খাবার, বন্ধুরা নিজেরাই রান্না করেন
ছবি: বন্ধুসভা

আরও উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি আবদুল আজিজ, জামালপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, প্রচার সম্পাদক অন্তরা চৌধুরী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সানি সিরাজ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আশা সরকার, বইমেলা সম্পাদক মাহমুদুল হাসান, বন্ধু সিফাত আবদুল্লাহ, রবিউল আওয়ালসহ অন্য বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, জামালপুর বন্ধুসভা