ফাগুন হাওয়ায় হাওয়ায়

রংপুর বন্ধুসভার বসন্তবরণ উৎসব ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ছবি: বন্ধুসভা

পয়লা ফাগুন ঘোষণা করেছে বসন্তের আগমন। তবে দেশের উত্তরাঞ্চলের প্রকৃতিতে এখনো বিরাজমান শীত। এদিকে আকাশ মেঘলা, গুঁড়িগুঁড়ি দু–চার ফোঁটা বৃষ্টিও পড়ছে। এ যেন প্রকৃতির এক বিস্ময়। এমন লগ্নে কি ঘরে থাকা যায়!

এমনই মনোমুগ্ধকর আবহে গল্প-গানে বসন্তবরণ উৎসব করেছে রংপুর বন্ধুসভা। ১৪ ফেব্রুয়ারি ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ শিরোনামে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

রংপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবিতে সজ্জিত বন্ধুরা নিজেদের বসন্তের শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘আহা আজি এ বসন্তে’ গানটি সমস্বরে গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর একের পর এক গান কবিতায় মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ।

এস ডি বর্মনের গান ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’, রবি ঠাকুরের কবিতা ‘প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস’, বাউল শাহ আব্দুল করিমের ‘বসন্ত বাতাসে সই গো’, সুকুমার রায়ের দৈত কবিতা ‘ঠিকানা’, অখিলবন্ধু ঘোষের প্রেমের গান ‘যেন কিছু মনে কোরো না’সহ আরও অনেক জনপ্রিয় গান ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন বন্ধুরা।

অনুষ্ঠান শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান বইমেলা ও চিঠি উৎসবে অংশ নেন বন্ধুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বন্ধুসভার বন্ধু সাজিয়া ইসলাম, সভাপতি আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা আকতার, প্রচার সম্পাদক জবাহুল মোর্শেদ, বন্ধু শাহরিয়ার শিশিরসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা