সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের বার্তা নিয়ে শীতবরণ

জেলা শহরের হর্টিকালচার সেন্টারের আমবাগানে জামালপুর বন্ধুসভার হিম উৎসব
ছবি: বন্ধুসভা

সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের বার্তা নিয়ে শীতকে বরণ করে নিতে হিম উৎসব করেছে জামালপুর বন্ধুসভা। ১১ জানুয়ারি জেলা শহরের হর্টিকালচার সেন্টারের আমবাগানে এটি অনুষ্ঠিত হয়। পিঠাপুলির সুগন্ধ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নতুন-পুরোনো বন্ধুদের আড্ডা এবং উপদেষ্টাদের মূল্যবান বক্তব্যে উৎসব পরিণত হয় মিলনমেলায়।

শুরুতেই ভাপা, চিতই, পুলি, নকশি পিঠাসহ বাহারি সব মুখরোচক পিঠার স্বাদ নেন সবাই। পিঠা নিজেদের হাতে তৈরি করে আনেন যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সামিতা তাবাসসুম, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল জান্নাত, মো. আদিল, বন্ধু আবিদা সুলতানা ও সাদিয়া নূর।

সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার পর বন্ধু তৌহিদুল ইসলামের সঞ্চালনায় শুরু হয় মূল অনুষ্ঠান। উপদেষ্টা মোজাহিদুর রহমান বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় ভালো কাজ করে। আগামী দিনে আরও ভালো কাজ হবে বলে প্রত্যাশা করি। বন্ধুসভার সদস্যরা যেভাবে সামাজিক ও মানবিক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশ্বাস করি, তারা আগামী দিনেও দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখবে।’

প্রথম আলো প্রতিনিধি আবদুল আজিজ বলেন, ‘প্রথম আলোকে যেমন ধারণ করি নিজের মধ্যে, বন্ধুসভাকেও ঠিক তেমনই ধারণ করি। বিগত কমিটির চমৎকার সব কাজ দেখে নতুন কমিটির কাছে আমার প্রত্যাশা আরও বেড়ে গেছে। আশা করি, এই প্রত্যাশা পূরণে বন্ধুরা সচেষ্ট থাকবে।’

উপদেষ্টা হিশাম আল মহান্নাভ বলেন, ‘বন্ধুসভা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে মানুষ নিজেকে সমাজের কল্যাণে উৎসর্গ করার সুযোগ পায়। বন্ধুসভা তরুণদের স্বপ্ন দেখায়। দরিদ্রদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা, পরিবেশ রক্ষা সংকটে থাকা মানুষের জন্য হাত বাড়িয়ে দেওয়াসহ বিভিন্ন কাজ বন্ধুরা করে থাকেন।’

রম্য বিতর্ক
ছবি: বন্ধুসভা

আলোচনার পরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ‘মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে’ গানে বন্ধু সায়রার অসাধারণ নৃত্য মুগ্ধতা ছড়ায়। সাংস্কৃতিক সম্পাদক রাসেল মিয়ার কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে সবাই গেয়ে ওঠেন ‘যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়’ গানটি। বন্ধু মারজানা আবৃত্তি করেন শীত নিয়ে একটি কবিতা। দলীয় নৃত্য পরিবেশন করে বন্ধু কাকন ও তাঁর দল। একক সংগীত পরিবেশন করেন বন্ধু অনুপ, রায়হান ও কাওসার।

পিঠা নিয়ে রম্য বিতর্ক ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় বই। সবশেষে ২০২৪ সালের কমিটির বন্ধুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ বন্ধুকে সেরার স্বীকৃতি দেওয়া হয়। তাঁরা হলেন ডা. জাকারিয়া জাকি (নেতৃত্ব), তৌহিদুল ইসলাম (উপস্থাপক), রুবেল হাসান (সংগঠক), কামরুল ইসলাম (সেরা পাঠক) ও ফাহিম মোনায়েম (সেরা বন্ধু)।