পলাশের রঙে রাঙিয়ে আসে বসন্ত। বসন্তের আগমনে তাই পুলকিত বন-বনান্ত, কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে ওঠে চারদিক। এই আগুন লাগা ফাগুনেই ঢাকা মহানগর বন্ধুসভার আয়োজনে বন্ধুরা মেতে ওঠেন বসন্ত উৎসবে।
১৭ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের দশম তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর বন্ধুসভার বসন্তবরণ অনুষ্ঠান ‘তব বসন্ত বন্দনায়’। ‘ফাগুনের আহ্বানে হাসি ফুটুক মনে মনে’ স্লোগানে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে উৎসব চলে রাত ৯টা পর্যন্ত। অংশ নেন জাতীয় পর্ষদ ও ঢাকা মহানগরসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার শতাধিক বন্ধু।
হাসি কেবল মনে মনে নয়, বরং জীবনের সর্বক্ষেত্রে হাসিখুশি থাকতে হবে জানিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘আপনাদের সবার বসন্ত সুন্দর হোক। সবার বৈচিত্র্যকে আমরা সম্মান করব। যাঁরা যাঁরা বসন্তকে বরণ করতে চান, উদ্যাপন করতে চান, চাইলে তাঁদের সঙ্গে অংশগ্রহণ করব; তবে কাউকে বাধা দেব না। প্রথম আলো বন্ধুসভার এই আয়োজন সেই উৎসব। আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবী চাই।’
এর আগে স্বাগত বক্তব্যে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহমুদা মুহসিনা বুশরা। তিনি বলেন, ‘আমি অন্তত চাই আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে তোমাদের সঙ্গে দেখা হোক। আমরা সবাই যেহেতু একই ছাতা, নিজের মানুষ, তাই চাইলেই প্রতিটি বন্ধুসভার যে কেউ এমন আয়োজন করুক, আমরা চলে যাব সেই ছাতার নিচে। আমরা সবাই এক।’
শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক পরিবেশনা। আরও ছিল প্রশিক্ষণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্নার সঞ্চালনায় কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশনা এবং রম্য বিতর্ক। অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কেরানীগঞ্জ ও ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুরা।
প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই ফাল্গুন থেকে ওই ফাল্গুন অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের চিন্তা সুন্দর হোক, মন সুন্দর হোক। প্রথম আলো বন্ধুসভা আমাদের শক্তির জায়গা, আমাদের খুব আপন, আমাদের খুব কাছের।’
কবিতা আবৃত্তি করেন জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজ। আরেক সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ বলেন, ‘কিছুদিন আগে কথা হচ্ছিল, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। আজ আমরা দ্বিগুণ হতে পেরেছি। এই দ্বিগুণ হওয়া চলমান থাকুক।’
স্বরচিত কবিতা আবৃত্তি করেন ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা সাইদুল হাসান। এ সময় তিনি ঢাকা মহানগর নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শেষ দিকে এসে উপস্থিত হন জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক। বসন্তের শুভেচ্ছা জানিয়ে তিনি সবাইকে ঐক্যের বার্তা দেন। সমাপনী বক্তব্য দেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট।
উৎসব বাস্তবায়নে সমন্বয় করেন বন্ধু অনিক সরকার, মেঘা খেতান, তৌহিদুল ইসলাম, শাহরিয়ার নাজিম সীমান্ত, মীর মোশারেফ, ওয়াসিমা তাসনিম, ডা. কাভী সিকান্দার আলম, নাঈমা সুলতানা, হামিদা জান্নাত, তাহসিন আহমেদসহ আরও অনেকে।
বসন্ত উৎসব বাঙালির জন্য একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক উৎসব। বন্ধুসভায় বসন্ত আসুক বারে বারে। সবার মন বসন্তের মতন রঙিন হোক।
সহসভাপতি, ঢাকা মহানগর বন্ধুসভা