মহিমা তব উদ্ভাসিত

অনুষ্ঠান শেষে বন্ধুদের একাংশ
ছবি: শেখ কাব্য

হঠাৎ একদল তরুণ-তরুণীর কণ্ঠ থেকে ভেসে আসে ‘আনন্দলোকে মঙ্গলালোকে, বিরাজ সত্য সুন্দরও’ গানটির সুর। সত্য ও সুন্দরকে স্বাগত জানানোর এই গানটি গাওয়ার মধ্য দিয়ে প্রদীপ হাতে সূচনা হয় ঢাকা মহানগর বন্ধুসভার রবীন্দ্রজয়ন্তী’র আয়োজন ‘মহিমা তব উদ্ভাসিত’।

‘আনন্দলোকে মঙ্গলালোকে, বিরাজ সত্য সুন্দরও’ গান পরিবেশনা
ছবি: শেখ কাব্য

সোমবার, পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি অনুষ্ঠিত হয় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে। শুরুতেই স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ। এরপরই শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন।

তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার হাতে বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ছবি: শেখ কাব্য

গান পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা তমা, বইমেলা সম্পাদক মেঘা খেতান, ড্যাফোডিল বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক অনিক সরকার। কবিতা আবৃত্তি করেন ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা সোলায়মান কবির, মাহবুব পারভেজ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নিশাত তাসমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু ইফাদ হাসান। রবীন্দ্রসংগীতের গানে নৃত্য পরিবেশনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু জয়শ্রী চৌধুরী ও সিরাজুম মুনিরা। কৌতুক পরিবেশন করেন বন্ধু আফনান আহমেদ। এ ছাড়া বিশেষ জুটি নৃত্য পরিবেশনা করেন গিয়াস উদ্দিন ও ওয়াসিমা তাসনিম।

কবিতা আবৃত্তি করেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নিশাত তাসমিন
ছবি: শেখ কাব্য

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানার প্রয়াসে তাৎক্ষণিক কুইজ আয়োজনে বিজয়ী হন গিয়াস উদ্দিন, নেওয়াজুল মাওলা, জারিন বিনতে, শাম্মী আক্তার, আরাফাত হোসেন, অভিজিৎ কর্মকার ও ইফাদ হাসান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী।

বন্ধু জয়শ্রী চৌধুরীর নৃত্য পরিবেশনা
ছবি: শেখ কাব্য

অনুষ্ঠানে উপস্থিত থেকে বন্ধুসভার এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, বন্ধুসভার সাবেক সভাপতি দন্ত্যস রওশন, জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, মিরপুর বন্ধুসভা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, গ্রিন ইউনিভার্সিটি বন্ধুসভা, ঢাকা মহানগর বন্ধুসভা ও জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধুরা অংশগ্রহণ করেন।

সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা