বীরকন্যা প্রীতিলতা স্মরণে কুইজ প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আয়োজনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

‘নারীদের পিছিয়ে থাকার সেই যুগে প্রীতিলতার দেশপ্রেম ও বীরত্বের দৃষ্টান্ত শ্রদ্ধায় মাথা নুয়ে আসার মতো। ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের অভিযানে নেতৃত্ব দেওয়ার কাহিনি পড়তে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠেছে যেমন, তেমনি গর্বে বুক ফুলে উঠেছে এই ভেবে যে নারীরাও দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি ধরতে পারে। বীরকন্যা প্রীতিলতা বাঙালি নারীকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বন্ধুসভার কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে গিয়ে এসব জেনেছি।’ কথাগুলো বলে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া এম এম হক আইডিয়াল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুন।

১৪ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঁচটি স্কুল—হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়, কামাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও এম এম হক আইডিয়াল স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির মোট ১ হাজার ৮৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।

কুইজে যৌথভাবে মোট ছয় শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। প্রথম হয়েছে এম এম হক আইডিয়াল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুন ও সাদিয়া আকতার। দ্বিতীয় হয়েছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা আকতার ও মায়িশা তাবাসসুম। তৃতীয় হয়েছে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল জাব্বার ও এম এম হক আইডিয়াল উচ্চবিদ্যালয়ের মারিয়া আকতার। এ প্রতিযোগিতায় আরও ২৫ জনকে পুরস্কার দেওয়া হবে।

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শফিউল আজম বন্ধুসভার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘বীরকন্যা প্রীতিলতাকে এখনকার কজন শিক্ষার্থীই জানে? এ আয়োজনের ফলে শিক্ষার্থীরা তাঁকে নিয়ে পড়েছে, জেনেছে। অনেকের মধ্যে প্রীতিলতা সম্পর্কে জ্ঞান বেড়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আলী উজ্জামান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাস সম্পর্কে যেমন আমাদের জ্ঞান থাকতে হবে, তেমনি স্বাধীনতার আগে ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস সম্পর্কেও জানা জরুরি। জানতে হবে সেই আন্দোলনের নেতাদের, যাঁরা ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই উপমহাদেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন। সেই ক্ষণজন্মা নেতাদের একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তাঁর সম্পর্কে জানার জন্যই এ আয়োজন। এতে শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতায় অংশ নেবে না, প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে জ্ঞানও লাভ করতে পারবে।’

সামগ্রিক পরীক্ষা সম্পন্ন করতে বন্ধুদের মধ্যে সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক ফারাহ উলফাৎ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ঈষিতা খাতুন, বন্ধু ইশতিয়াক আহমেদ, রমিজ আহমেদ, শাহারুজ্জামান সিয়াম, ইব্রাহিম আলী, জাহিদুল ইসলাম, আসিফ আহমেদ, মাহফুজুর রহমান।

সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা