দেশীয় সংস্কৃতিতে চট্টগ্রামে রঙিন বন্ধুসভার জন্মদিন

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

একই ছাদের নিচে একাধারে আত্মোন্নতি সাধন, সমাজসেবা ও মননচর্চার অনন্য এক মাধ্যম হলো বন্ধুসভা। এ ত্রয়ীকে মুখ্য করে গঠিত হওয়ার পর থেকে হাঁটি হাঁটি করে বন্ধুসভা পঁচিশটি সুন্দর বসন্ত পার করে পা রাখল ছাব্বিশে। এ উপলক্ষকে রাঙাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ২৩ নভেম্বর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

মৃদু কুয়াশায় মোড়ানো অগ্রহায়ণের স্নিগ্ধ বিকেলের পড়ন্ত আলোয় শুরু হওয়া এ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বন্ধু ফয়সাল হাওলাদার ও উষা বিনতে হোসাইন। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর জুলাই গণ–অভ্যুত্থানকে স্মরণ করে ‘মুক্তির মন্দির সোপানতলে’ গানের ছন্দে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন একদল বন্ধু; অংশ নেন বন্ধু পূর্ণা চৌধুরী, তাজরিয়া তামিম, স্বস্তিকা দাশ ও তিথি তালুকদার। মঞ্চে আরও অবতারণা ঘটে বেশকিছু দর্শকচিত্ত উদ্বেলিত করার মতো নৃত্যের। যার কারিগর ছিলেন সর্বকনিষ্ঠ বন্ধু অদ্বিতীয়া মল্লিক ও জোয়াইরিয়া মোস্তফা।

বন্ধুদের দলীয় নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

মূর্ছনা ছড়ায় সংগীতও, যার শুরুটা হয় বন্ধু জয় চক্রবর্তীর ম্যাশআপ গান দিয়ে। ‘বন্ধু’ দিয়ে শুরু করা ম্যাশআপ সত্যিকার অর্থেই মাতিয়ে রাখে দর্শকদের। নাচের দলের আরও একটি পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। বন্ধুসভার থিম সংগীতের ছন্দে মঞ্চ আলোকিত করেন বন্ধু পূর্ণা চৌধুরী, মৃত্তিকা রক্ষিত, তাজরিয়া তামিম, অদ্বিতীয়া মল্লিক ও স্বস্তিকা দাশ। এ সময় বন্ধু তিথি তালুকদার ছিলেন ছোট্ট একটি ভূমিকায়। ব্যাপ্তিতে ছোট হলেও অর্থের ব্যপকতায় তা হয়ে ওঠে ভীষণ অর্থবহ। এরপর মঞ্চে আসেন প্রথিতযশা জাদুশিল্লী বন্ধু ফয়সাল হাওলাদার। জাদু প্রদর্শনীতে কিছুক্ষণ বুঁদ করে রাখেন দর্শকদের।

অতঃপর মঞ্চে গান নিয়ে আসেন বন্ধু তিথি তালুকদার, স্বস্তিকা দাশ, সুচয়ন ও ঝর্ণা। ছিল বন্ধু জয় চক্রবর্তী, রেদোয়ান আল হোসাইন, সরজ, মহিবুল আরিফ ও সুলাইমান কবীরের কণ্ঠে ‘জাগরণী গান’। দর্শকেরা সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন চিকিৎসক বন্ধু তূণীর চৌধুরীর কণ্ঠে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটি শোনার সময়। বেশকিছু সময় সুরের মূর্ছনায় ভাসার পর আবারও মঞ্চ থেকে শোনা গেল পায়েলের রিনিঝিনি, বন্ধু স্বস্তিকা সেনগুপ্তের ‘বিহুরে লগন মধুরে লগন’ গানের তালে চমকপ্রদ নৃত্য পরিবেশনা।

একক নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

কথামালার পর্বে প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, প্রথম আলো আর বন্ধুসভার একসঙ্গে ২৬। রাঙামাটির পাহাড়ধসে বন্ধুসভার বন্ধুরা খেয়ে না খেয়ে ত্রাণের কাজে গেছেন। এ ছাড়া সহমর্মিতা ঈদে পথশিশুদের মধ্যে নতুন পোশাক উপহার দেন।

উপদেষ্টা সঞ্জয় বিশ্বাস বলেন, অভিভাবকেরা নির্ভয়ে আপনাদের বাচ্চাদের বন্ধুসভায় পাঠাতে পারবেন। বন্ধুসভা নেতৃত্ব বিকাশে সাহায্য করে।

উপদেষ্টা নাসরিন সারোয়ার মেঘলা বলেন, বাচ্চাদের মেধা বিকাশে বন্ধুসভা জিপিএ-৫, গণিত উৎসবের আয়োজন করে।

চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান বলেন, আজ যে আয়োজনটি দেখতে পারছেন, পুরোটাই বন্ধুসভার বন্ধুদের পরিশ্রমে গড়া। বন্ধুরা পড়ালেখার পাশাপাশি সামাজিক কাজে জড়িত থাকেন। বিভিন্ন কর্মশালার মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলেন। বর্তমান তরুণ সমাজ যেখানে বিপথে যাচ্ছে, সেখানে বন্ধুসভার বন্ধুরা নিজেদের অন্যায় কাজ থেকে বিরত রাখেন।’

কথার ফাঁকে আবারও মঞ্চে শুরু হয় নৃত্যের ঝংকার। ‘জাদু’ গানে বন্ধু আফিফ ইব্রাহীম ও তাজরিয়া তামিমের দ্বৈত নৃত্যের মধ্য দিয়ে ঘটে এর সূচনা। বন্ধু কামরান চৌধুরী ও তিথি তালুকদার ‘প্রেমের পথে’ গানে দ্বৈত নৃত্য পরিবেশন করেন। সবচেয়ে আকর্ষণীয় ছিল বন্ধু আফিফ ইব্রাহীম, পূর্ণা চৌধুরী, তিথি তালুকদার ও কামরান চৌধুরীর ‘পাঞ্জাবিওয়ালা’ গানের ছন্দে পরিবেশন করা নৃত্য।

সেদিন মিলনায়তনে বেজেছিল আবৃত্তির মুগ্ধকর বিউগল। বন্ধু জোয়াইরিয়া মোস্তফার স্বরে রবি ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ এবং নানজীবার স্বরে ‘বসন্ত নয় অবহেলা’— শীর্ষক একক আবৃত্তির পাশাপাশি ছিল দলীয় পরিবেশনা; বন্ধু কামরান চৌধুরীর রচিত ‘প্রিয় বন্ধুসভা’ আবৃত্তি করেন বন্ধু মৃত্তিকা রক্ষিত, আফিফ ইব্রাহীম, নানজীবা, সুলায়মান কবীর, নুরশান নূর, সাকিব জিশান ও কামরান চৌধুরী।

বন্ধুদের দলীয় নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

দর্শকেরা উপভোগ করেন বন্ধু নুরুজ্জামান খান ও রিমি বিশ্বাস অভিনীত একক নাটক এবং বন্ধু বহ্নিশিখা ও রেদোয়ান আল হোসাইনের মঞ্চায়িত শ্রুতিনাটক।

ধীরে ধীরে অনুষ্ঠান গড়ায় শেষের দিকে। শেষটা রাঙাতে মঞ্চে আসেন বন্ধু মাসুদ রানা ও স্বস্তিকা দাশ তাঁদের দ্বৈত নৃত্য নিয়ে। বন্ধু রেদোয়ান আল হোসাইন ও মৃত্তিকা রক্ষিত আরও একটি দ্বৈত নৃত্য পরিবেশন করেন। একটি দলীয় নৃত্য পরিবেশন করেন বন্ধু পূর্ণা চৌধুরী, কামরান চৌধুরী, তিথি তালুকদার ও মাসুদ রানা। তিনটি গানের একটি ম্যাশআপ নাচে অংশ নেন বন্ধ আফিফ ইব্রাহীম, কামরান চৌধুরী, মাসুদ রানা, নুরুজ্জামান খান, সাকিব জিশান, ইনজামাম ইসলাম ও ফয়সাল হাওলাদার।

সামগ্রিক এ আয়োজনে নির্দেশকের ভূমিকায় ছিলেন বন্ধু পূর্ণা চৌধুরী, কামরান চৌধুরী, বহ্নিশিখা, রিমি বিশ্বাস, ইব্রাহীম তানভীর, নুরুজ্জামান খান, ফয়সাল হাওলাদার ও সাইদ আল সোহেল।

বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা