তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি

বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলা ফাইভের পরিবেশনা
ছবি: আব্দুল ইলা

সঞ্চালক যখন ঘোষণা দিলেন, এবার মঞ্চে আসছে বাংলা ফাইভ ব্যান্ড, তখন দর্শক সারি থেকে অনুরোধ আসতে থাকে ‘কনফিউশন’ গান গাইতে হবে। সেই আবদার রেখেছে তারা। তবে পারফরম্যান্স শুরু করে ‘লেফট রাইট’ গান দিয়ে। গানটির প্রতিটি কথায় দর্শকেরা যেন ফিরে যান স্কুলবেলার হারানো সেই ১০ বছরের জীবনে।

একে একে ব্যান্ডটি গেয়ে শোনায় ‘রক্ত’, ‘আমি ছুটে যাই’, ‘বাবা-মায়ের পকেটে টাকা থাকে না, থাকে মান-সম্মান’ এবং সবার শেষে ‘কনফিউশন’ গান। এর মধ্যে ‘রক্ত’ গানটি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে রচনা করা হলেও এত দিন তা কোথাও প্রকাশ করেননি। ভোকালিস্ট সিনা হাসান জানান, বন্ধুসভার অনুষ্ঠানেই গানটি রচনার নেপথ্যের গল্প প্রথমবার প্রকাশ্যে আনলেন।

বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলা ফাইভের পরিবেশনা
ছবি: আব্দুল ইলা

১১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এরপর আলোচনা পর্ব, বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা এবং নকশিকাঁথা ও তরুণ ব্যান্ডের পরই মঞ্চে আসে বাংলা ফাইভ। প্রতিটি পরিবেশনায় দর্শকরাও কণ্ঠ মেলান। সুরের মোহনায় হারিয়ে যান সবাই।

বাংলা ফাইভ ব্যান্ডকে বন্ধুসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার
ছবি: আব্দুল ইলা

বাংলা ফাইভ, বাংলাদেশি ফাঙ্ক-রক ব্যান্ড; যা বাংলাদেশ এবং ভারতজুড়ে ১০০টির বেশি ওপেন-এয়ার এবং ইনডোর কনসার্ট করেছে। ব্যান্ডটি গঠিত হয়েছিল ২০১৮ সালে গায়ক ও গীতিকার সিনা হাসান এবং গিটারিস্ট আহনাফ খান অনিকের প্রচেষ্টায়। ব্যান্ডের অন্য সদস্যরা হলেন গিটারিস্ট নিশাত, বেজ রাফিন মাহমুদ ও ড্রামসে আদনান রুশদী।

২০১৭ সালে সিনা হাসানের আন্তর্জাতিকভাবে প্রযোজিত অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ প্রকাশিত হওয়ার পর ব্যান্ডটি গঠিত হয়। ২০১৯ সালে ‘কনফিউশন’ নামে প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। ২০২২ সালে প্রকাশিত হয়েছে দ্বিতীয় অ্যালবাম ‘লুকিয়ে থাকার সময়’। দুটি সিঙ্গেল প্রকাশিত হয়েছে ২০২০ সালে ‘যুদ্ধ’ ও ২০২২ ‘পশুর নদী’।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়
ছবি: দীপু মালাকার

অল্প সময়ের এই পথচলায় সংগীতজগতে বেশ কয়েকটি সম্মাননাও অর্জন করেছে বাংলা ফাইভ। এর মধ্যে ২০১৯ সালে ইমাজিন রেডিও কর্তৃক ‘বেস্ট বাংলাদেশি ব্যান্ড’ ও একই বছর বিবিএমএফসি কর্তৃক ‘বেস্ট বাংলাদেশি ব্যান্ডের’ স্বীকৃতি। এ ছাড়া বেস্ট মিউজিক ভিডিও, ইন্ডি মেমফিফ ফেস্টিভ্যাল ও মেমফিস ক্যাটাগরিতে মনোনোয়ন পেয়েছে।