বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা সুবাস সরকার
ছবি: বন্ধুসভা

নড়াইলের বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১১ আগস্ট সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে গতকাল শনিবার বিকেল ৫টায় প্রথম আলো সাতক্ষীরা অফিসে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা সুবাস সরকার, প্রাণকৃষ্ণ সরকার, মো. মনিরউদ্দীন, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, শিরিন সিদ্দিকী, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, প্রচার সম্পাদক তারিক ইসলাম, সদস্য সোমা রানী, রুহুল আমিন, মো. তাহির, আজিজুল ইসলাম, প্রশান্ত পাল, মেজবাহ উদ্দিন, পারভেজ সরদার প্রমুখ।

শিশু থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ২টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। এর মধ্যে শূন্য থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক বিভাগ, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি খ বিভাগে প্রথম হয় নবারুণ বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শারিকা সুলতানা মৌ, দ্বিতীয় হয় বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র অর্ক পাল, তৃতীয় হয় কাটিয়া দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তার এবং ক বিভাগে প্রথম হয় কাটিয়া দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কাব্য সাদী, দ্বিতীয় হয় শিশুশিক্ষার্থী সাম্য সাদী ও রাফা চৌধুরী। মোট ৫ জনকে পুরস্কার দেওয়া হয়।