ডিজাইন বেসিকস কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ‘লার্ন ফ্রম দ্য লিডার্স’ শিরোনামে ‘ডিজাইন বেসিকস কর্মশালা’
ছবি: বন্ধুসভা

সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থানের সঙ্গে বেড়েছে গ্রাফিকস ডিজাইনের চাহিদা। এটি যেকোনো বিজ্ঞাপন বা বিপণন প্রচারের একটি অপরিহার্য উপাদান। ডিজাইনাররা তাঁদের সৃজনশীলতা ব্যবহার করে পোস্টার, ফ্লাইয়ার, ব্রাউচার, ওয়েবসাইট, বিজনেস কার্ড, লোগো, টি-শার্ট, বইয়ের প্রচ্ছদ ইত্যাদি ডিজাইন তৈরি করেন।

এবার এই দক্ষতা বিনা মূল্যে শেখার সুযোগ করে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ‘লার্ন ফ্রম দ্য লিডার্স’ শিরোনামে ‘ডিজাইন বেসিকস কর্মশালা’। ১০ অক্টোবর বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন জাবি বন্ধুসভার সাবেক সহসভাপতি ইমরান হোসাইন।

শুরুতে ডিজাইনের বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা দেন প্রশিক্ষক ইমরান। কোন ক্ষেত্রে কোন রং ব্যবহার করা যায়, ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের বিপরীতে রঙের ব্যবহার, কালার প্যালেট, ফন্ট, কম্পোজিশন ইত্যাদি বিষয়ে ধারণা দিয়ে প্রাসঙ্গিক বিভিন্ন ওয়েবসাইটের নাম উল্লেখ করেন; যেখান থেকে ফন্ট ডাউনলোড করা যাবে। তারপর শুরু হয় হাতে–কলমে ডিজাইন শেখানোর যাত্রা।

বিকেল ৫টায় শুরু হওয়া সেশন চলে রাত ৯টা পর্যন্ত। প্রায় চার ঘণ্টা ধরে অনুশীলনের মাধ্যমে ডিজাইনের বেসিকস শেখানো হয়।

ইতিপূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বন্ধুদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, সিভি তৈরি, লিংকড ইন, কমিউনিকেশন হ্যাকস ইত্যাদি সেশন আয়োজন করে। এরূপ দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার আয়োজন সম্পর্কে জাবি বন্ধুসভার সভাপতি হামিদা জান্নাত মনি বলেন, ‘এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি কর্মজীবনেও এক ধাপ এগিয়ে রাখছে। অভূতপূর্ব সাড়া পাওয়ায় কর্মশালার প্রশিক্ষক, অংশগ্রহণকারী ও আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ।’

কার্যনির্বাহী সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা