‘বন্ধুসভাই প্রথম আলোর সবচেয়ে উজ্জ্বল মুখ’

বন্ধুদের নিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করছেন আমন্ত্রিত অতিথিরাছবি: প্রথম আলো

ময়মনসিংহ বিভাগের নয়টি বন্ধুসভার অংশগ্রহণে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় বন্ধু উৎসব ২০২২। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) সারা দিন মুখর ছিল ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, নালিতাবাড়ী ও সরিষাবাড়ী বন্ধুসভার অংশগ্রহণে অতিথিদের বক্তব্য আর প্রাণবন্ত আড্ডা, গান, নাচে।

সকাল ৯টা থেকে বন্ধুরা আসতে শুরু করলেও বেলা ১১টায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. খোরশিদ আলম; প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের প্রধান জাবেদ সুলতান পিয়াস; বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক জাফর সাদিক।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাতীয় সংগীত ও বন্ধুসভার থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করেন বন্ধুরা। এরপর আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

বন্ধুসভার থিম সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন জাককানইবির বন্ধুরা
ছবি: প্রথম আলো

বক্তব্য পর্বে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘প্রথম আলোর সবচেয়ে উজ্জ্বল মুখ হচ্ছে বন্ধুসভা। মানুষ হিসেবে আমাদের উচিত মানুষের পাশে থাকা। বন্ধুসভা সে কাজই করার চেষ্টা করে।’ তিনি বলেন, ‘অনেক দেশ যেটা (স্বাধীনতা) এমনি এমনি পেয়ে গেছে, আমরা তা রক্ত দিয়ে অর্জন করেছি। কাজেই আমাদের রক্তের ঋণ আছে। বন্ধুসভা সেই রক্তের ঋণ পরিশোধ করতে কাজ করে। বন্ধুসভা সফলতার চেয়ে স্বার্থকতায় বিশ্বাস করে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক খোরশিদ আলম বলেন, ‘বন্ধুসভা একদিন বাংলাদেশকে জয় করবে। আমাদের বিশ্বাস, এর প্রত্যেকেই বাংলাদেশে মাদকের বিরুদ্ধে বিশেষ দূত হয়ে উঠবেন।’

আতাউল গনি ওসমানী বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম। আমরা সব সময় তাঁদের পাশে থাকতে চাই।’

প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের প্রধান জাবেদ সুলতান পিয়াস অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি নিয়ে কথা বলেন। তিনি বলেন, চরকি বাংলা ভাষায় সৃজনশীল ডিজিটাল কনটেন্ট তৈরিতে কাজ করছে। সবাইকে চরকির কনটেন্ট উপভোগ করার আমন্ত্রণ জানান তিনি। এর আগে উৎসবে অংশ নেওয়া বন্ধুদের বিনা মূল্যে চরকির এক মাসের সাবস্ক্রিপশন কুপন দেওয়া হয়।

জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, বন্ধুদের মধ্যে প্রচণ্ড জীবনবোধ ও একসঙ্গে হয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই আয়োজন ভবিষ্যতে বন্ধুদের অনেক দূর এগিয়ে নেবে।

সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করছেন নেত্রকোনার বন্ধু প্রিয়া রানী দাস
ছবি: প্রথম আলো

আলোচনা পর্ব শেষে বন্ধুসভার সদস্যদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন কোডার্সট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী। তিনি বন্ধুদের ক্যারিয়ার গড়ায় মনোযোগী হয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান।

এরপর বন্ধুসভার সাধারণ সম্পাদক জাফর সাদিকের সঞ্চালনায় মাদকবিরোধী বিশেষ আলোচনায় অংশ নেন সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা শেখ সুজন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. নাজমুল হাসান পলাশ, ময়মনসিংহ কর্মাস কলেজের অধ্যক্ষ ও ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা এখলাস উদ্দিন খান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশিদ আলম।

দুপুরের খাবার–বিরতির পর অংশগ্রহণকারী বন্ধুদের নিয়ে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সোলায়মান কবির, সাধারণ সম্পাদক রেদোয়ান মাহমুদ রেজাসহ জাতীয় পর্ষদ ও মহানগরের বন্ধুরা যুক্ত হয়ে বন্ধুদের উজ্জীবিত করেন। এ সময় জাতীয় পর্ষদের যুগ্ম সম্পাদক ফরহাদ পারভেজ বন্ধুদের স্বাস্থ্যসচেতন হয়ে স্বেচ্ছাসেবায় আত্মনিয়োগের পরামর্শ দেন।

সবশেষে সাংস্কৃতিক পর্বে অংশ নেয় সব কটি বন্ধুসভা। জাককানইবি বন্ধুসভার সভাপতি রাফিয়া ইসলাম ভাবনার সঞ্চালনায় এতে গান পরিবেশন করেন ময়মনসিংহ বন্ধুসভার সাবেক বন্ধু ও গায়ক দেলোয়ার আকাশ, বাউলশিল্পী রঙের বাউল ফেরদৌস, নাচ ও কবিতা পরিবেশন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা, নেত্রকোনা বন্ধুসভার প্রিয়া রানী দাসসহ অন্য বন্ধুরা।

এই উৎসবে আয়োজন সহযোগী ছিল সিটি ব্যাংক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ। এ ছাড়া বিনোদন, প্রশিক্ষণ ও স্ন্যাকস সহযোগী হিসেবে যুক্ত ছিল চরকি, কোডার্সট্রাস্ট ও ড্যানিশ ফ্লোরিডা অরেঞ্জ বিস্কুট।

জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে ও ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি আবুল বাশারের নেতৃত্বে অর্ধশতাধিক বন্ধুর অক্লান্ত পরিশ্রমে সফলভাবে শেষ হয় এই উৎসব।