কেরানীগঞ্জে বন্ধুসভার শৌখিন ঘুড়ি ও পিঠা উৎসব

ঘুড়ি ওড়ানো আবহমান গ্রামবাংলার ঐহিত্য, বন্ধুরা একটি দিনের জন্য সেই ঐতিহ্যের সঙ্গে মিশে যান
ছবি: শাকিব হাসান

কেরানীগঞ্জ বন্ধুসভার আয়োজনে ও বাংলাদেশ ঘুড়ি পরিষদের সহযোগিতায় শৌখিন ঘুড়ি ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে নারী-পুরুষ ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বন্ধুসভা জাতীয় পর্ষদ, ঢাকা মহানগরসহ ১৫টি বন্ধুসভার বন্ধুরা অংশগ্রহণ করেন।

হাড়িভাঙা খেলায় হাড়ি ভাঙতে পারেননি এই বন্ধু
ছবি: শাকিব হাসান

২৪ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের অতিথি পাখি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট–সংলগ্ন নাওখোলা লেকপাড়ে শৌখিন ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। সকালে নারীদের পিলো পাসিং, চেয়ার সিটিং ও পুরুষেরা হাঁড়ি ভাঙা খেলায় অংশগ্রহণ করেন। বিকেলের দিকে ভাপা, পাটিসাপটা, ডিম পিঠাসহ নানা রকম পিঠা নিয়ে চলে পিঠা উৎসব।

হাড়ি ভেঙে পুরস্কার জিতে নিয়েছে ছোট্ট বন্ধু শুদ্ধ
ছবি: শাকিব হাসান

ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়। তিনি বলেন, ‘ঘুড়ি ওড়ানো আমাদের আবহমান গ্রামবাংলার ঐহিত্য। মুক্ত আকাশে মাঞ্জা সুতা দিয়ে ঘুড়ি ওড়ানোর অনুভূতি অসাধারণ। এই প্রজন্মের ছেলেমেয়েদের খেলাধুলায় পারদর্শী ও সংস্কৃতিমনা হতে হবে।’ তিনি আরও বলেন, ‘কেরানীগঞ্জ বন্ধুসভা এমন সুন্দর আয়োজন করায় বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, আগামীতে তারা আরও বড় পরিসরে এমন আয়োজন করবে।’

কবি জাফর সাদিকের ‘যে কবিতা জীবনানন্দের নয়’ বইটি উপহার পেয়েছেন এক বন্ধু
ছবি: শাকিব হাসান

কেরানীগঞ্জের কলাতিয়া নাজিরপুর এলাকার গৃহবধূ রুকাইয়া আক্তার বলেন, ‘সন্তানদের নিয়ে ঘুড়ি উৎসব উপভোগ করতে এসেছি। এসে ভীষণ খুশি লাগছে। আমার সন্তানেরা চকলেট দৌড় খেলায় অংশগ্রহণ করেছে। তারা প্রথম না হয়েও দিব্যি খুশি।’ শাহাদাত আলী নামের আরেক বাসিন্দা বলেন, ‘ঘুড়ি উৎসবে এসে নানা ধরনের পিঠা খেয়েছি। এর মধ্যে ছিল ভাপা, পাটিসাপটা ও ডিম পিঠা। এমন সমন্বিত আয়োজন কোথাও দেখিনি। সব মিলিয়ে অসাধারণ মুহূর্ত কাটিয়েছি।’

বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় বই
ছবি: শাকিব হাসান

সকাল থেকে কলাতিয়া লেকপাড়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন এনামুল হাসান। তিনি বলেন, ‘বন্ধুসভার ঘুড়ি উৎসব উপলক্ষে বাহারি নকশার বৈচিত্র্যময় ঘুড়ি নিয়ে এসেছি। সেগুলোর মধ্যে রয়েছে চোকদার, গোয়াদার, লেজ লম্বা, চারভুয়া, চক্ষু, আকাশি ও পানদার।’ তিনি আরও বলেন, ঘুড়ি উৎসব আয়োজন করায় প্রথম আলো বন্ধুসভাকে আন্তরিক ধন্যবাদ।’

আনিসুল হকের নতুন বই ‘পারিজাতের জন্য ভালোবাসা’ উপহার পেয়েছেন কেরানীগঞ্জের এক বন্ধু
ছবি: শাকিব হাসান

কলাতিয়া ফতেহপুর এলাকার বাসিন্দা আক্তার হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনে পরিবার-পরিজন নিয়ে ঘুড়ি উৎসব দেখতে এসেছি। আমি হাঁড়ি ভাঙা খেলায় অংশগ্রহণ করেছি। অল্পের জন্য হাঁড়ি ভাঙতে পারিনি। তবু আনন্দিত। আমরা চাই, এমন অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করা হোক।’
সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংঙ্গীত পরিবেশন করেন কেরানীগঞ্জ বন্ধুসভার সহসভাপতি নুসরাত আরা তানজিমা এবং নৃত্য পরিবেশন করেন কার্যকরী সদস্য তাসনিম খান।

উৎসবে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনিস, ম্যাগাজিন সম্পাদক খায়রুন্নাহার খেয়া, কার্যনির্বাহী সদস্য সায়মন চৌধুরী, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ, কেরানীগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ডা. হাবিবুর রহমান, সভাপতি এইচ এম রুবেল, সাধারণ সম্পাদক মামুন হোসাইন, অর্থ সম্পাদক শামসুন্নাহার শিরীন প্রমুখ।