ফাগুনের রঙে বসন্ত

বসন্ত উৎসবে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুদের নৃত্য পরিবেশনাছবি: বন্ধুসভা

নতুন কুঁড়ির সঙ্গে বসন্ত শুধু প্রকৃতিতেই নয়, মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া। তাই বসন্তের প্রথম দিনটিকে উদ্‌যাপন করতে সবাই মেতে ওঠেন উৎসবে। নিজেকে সাজিয়ে তোলেন বসন্তের রঙে। সেই রঙে সেজেছে পুরো বাঙালি জাতি। এখন ভালোবাসার দিন, নতুন প্রাণে জেগে ওঠার দিন। ফাল্গুনের দিন।

ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা আয়োজন করেছেন ‘ফাগুনের রঙে বসন্ত’ শিরোনামে বসন্তবরণ উৎসব। ১৪ ফেব্রুয়ারি দিনব্যাপী আয়োজনে ছিল পিঠা উৎসব, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা, র‍্যাম্প প্রদর্শনীসহ আরও অনেক কিছু।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশনা
ছবি: বন্ধুসভা

বেলা সাড়ে ১১টায় ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বসন্ত উৎসব শুরু হয়। তারপর বন্ধুদের দলীয় নৃত্য, গান ও র‍্যাম্প শো দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উৎসবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইন, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজ, সোলাইমান কবির, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহিদ ফেরদৌসসহ ইস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক এবং বন্ধুসভার বন্ধুরা।

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা