সবচেয়ে সুন্দর মানুষ তিনি, যাঁর হাতে বই থাকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত বইমেলাটি ছিল পাঠকমুখরছবি: বন্ধুসভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বন্ধুসভার সহযোগিতায় ও প্রথমা প্রকাশনের আয়োজনে ছয় দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে। ৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলে।

প্রথম দিন মেলার উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশ সব দিক দিয়ে উন্নতি করছে। কিন্তু আমরা যদি বই না পড়ি, হৃদয়টা যদি কোমল না হয়, আলোকিত না হয়, তাহলে আমরা ভয়ংকর সমাজে পরিণত হব। সবচেয়ে সুন্দর মানুষ হচ্ছেন তিনি, যাঁর হাতে বই থাকে। মানুষ তাঁকেই বেশি পছন্দ করেন, যাঁর হাতে বই থাকে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী, বাংলা বিভাগের শিক্ষক মামুন অর রশীদ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষক হামীম কামরুল হক, ত্রৈমাসিক প্রতিচিন্তার নির্বাহী সম্পাদক ফারুক ওয়াসিফ, প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাবেদ হুসেন, প্রথম আলোর সাহিত্য সম্পাদক আলতাফ শাহনেওয়াজ প্রমুখ।

এ কে এম শাহনেওয়াজ বলেন, ‘বই সহজলভ্য হলে বা হাতের কাছে থাকলে মানুষের জ্ঞানপিপাসা বাড়ে। এ ধরনের বইমেলা শিক্ষক-শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে সম্পর্কিত হতে, নতুন নতুন জ্ঞানের সঙ্গে পরিচিত হতে সাহায্য করে।’

মেলা চলাকালে বন্ধুদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও স্টল ঘুরে দেখেন এবং বই কেনেন। প্রথমা প্রকাশনের বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। এর আগে মাদারীপুর, চট্টগ্রাম ও ফরিদপুর বন্ধুসভার সহযোগিতায় বইমেলা করেছে প্রথমা প্রকাশন।