বাউলশিল্পী শফিকুন্নূর স্মরণে ‘বাবার স্মৃতি বাবার গান’

সিলেট নগরীর বাতিঘরে প্রয়াত বাউলশিল্পী ও গীতিকার মো. শফিকুন্নূর স্মরণে সিলেট বন্ধুসভার আয়োজন ‘বাবার স্মৃতি বাবার গান’ছবি: আনিস মাহমুদ

ভাটি-বাংলার গানের রত্ন প্রয়াত বাউলশিল্পী ও গীতিকার মো. শফিকুন্নূর স্মরণে ‘বাবার স্মৃতি বাবার গান’ শিরোনামে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে সিলেট বন্ধুসভা। ৫ মে সন্ধ্যায় সিলেট নগরীর বাতিঘরে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন শফিকুন্নূরের পুত্র জুবের আখতার সোহেল। সঞ্চালনা করেন প্রথম আলো সিলেট ব্যুরো চিফ সুমনকুমার দাশ। আরও বক্তব্য দেন বিশিষ্ট নাট্যকার ও নাট্যনির্দেশক মু. আনোয়ার হোসেন রনি, কবি পুলিশ রায়, নাট্যকার নিরঞ্জন দে, আয়কর আইনজীবী বিধুভূষণ ভট্টাচার্য, লোকগবেষক ও অধ্যাপক মোস্তাক আহমদ দীনসহ সিলেটের বিশিষ্টজনেরা।

জুবের আখতার সোহেল পিতা শফিকুন্নূরকে নিয়ে শৈশবের বিভিন্ন স্মৃতিচারণা করেন। শুভেচ্ছা পর্বের শেষেই পিতার স্বরচিত মৌলিক কিছু গান উপস্থিত সুধীজনদের সামনে পরিবেশন করেন। হারমোনিয়াম দিয়ে সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখেন শফিকুন্নূরের ছোট ভাই বাউল আলীনূর সাহেব।

জুবের আখতার সোহেল স্মৃতিচারণাকালে জানান, কীভাবে শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, দুর্বিন শাহ্, বাউলসম্রাট শাহ আবদুল করিমদের ঘিরে কেটেছে তাঁর শৈশব। সোহেল ১৯৯১ সালে সরকারি মুরারিচাঁদ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

সঞ্চালক সুমনকুমার দাশ বলেন, ‘সিলেটের মরমি কবি হাছন রাজার গান বাংলা ভাষাভাষীদের মধ্যে সর্বাধিক ছড়িয়ে দেন বাউল শফিকুন্নূর। সুজন-বন্ধুখ্যাত বাউল শফিকুন্নূর গানের মাধ্যমে মানুষের মন জয় করেছেন। তাঁর বিচ্ছেদের গান এখনো মানুষের মনে দাগ কেটে যায়। যাঁরা সত্যিকার অর্থে বাউলসত্তাকে নিজ হৃদয়ে ধারণ করেছেন, শফিকুন্নূর সেই মহাজনদের একজন। ক্বারি আমির উদ্দিন-শফিকুন্নূর জুটি হাওর অঞ্চলে বিখ্যাত ছিল সেই সত্তর-আশির দশকে। গানের কোকিল শফিকুন্নূর ছিলেন মাটির মানুষ।’

সিলেট নগরীর বাতিঘরে প্রয়াত বাউলশিল্পী ও গীতিকার মো. শফিকুন্নূর স্মরণে সিলেট বন্ধুসভার আয়োজন ‘বাবার স্মৃতি বাবার গান’
ছবি: আনিস মাহমুদ

সুরের পুণ্যভূমি সিলেট মহাত্মা ফকির লালন সাঁইয়ের জন্মেরও আগে বাউলগানের জন্য প্রসিদ্ধ ছিল। গানের পাখি শফিকুন্নূর ‘মালজোড়া’ গানের জন্য বিখ্যাত ছিলেন। তিনি নেত্রকোনার বিখ্যাত কেচ্ছা গানের সঙ্গে অত্র অঞ্চলের মানুষদের সঙ্গে পরিচিত করান।

সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেন বলেন, ‘সিলেট বন্ধুসভা ভিন্নধর্মী কাজে সব সময় আগ্রহ রাখে। বাউলশিল্পী শফিকুন্নূর স্মরণে এমন একটি সাড়া জাগানো অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এই অনুষ্ঠানে বন্ধুসভার সব সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সিলেটের ঐতিহ্যবাহী লোকগান ও লোকশিল্পীদের কথা যেন বাংলার ঘরে ঘরে পৌঁছায়, তার জন্য আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। বাউল শফিকুন্নূর চিরকাল বেঁচে থাকবেন তাঁর গানে, দর্শনে আর মানুষের হৃদয়ে।’

যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা