ঐক্যের আহ্বানে ষড়্‌ঋতুর নান্দনিক বৈচিত্র্যকে বরণ

ষড়্‌ঋতুকে বরণ করে নিতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ‘ঋতু উৎসব-১৪৩১’
ছবি: বন্ধুসভা

শীতে হিম, গ্রীষ্মে প্রখরতা, বর্ষায় নদীভরা জল, বসন্তে কোকিলের ডাক, শরতে নীল আকাশ ও হেমন্তে সোনালি ধানের উৎসব—ঋতুর এই নান্দনিক বৈচিত্র্য যেন বাঙালির সংস্কৃতি, ঐক্য ও ভালোবাসার বার্তা বহন করে। এই বার্তা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে এডাস্ট বন্ধুসভা প্রথমবারের মতো আয়োজন করেছে ‘ঋতু উৎসব-১৪৩১’।

২৪ জানুয়ারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাদামতলায় এটি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হওয়া জমকালো এই উৎসবে ষড়্‌ঋতুকে বরণ করে নেওয়ার জন্য ছিল নানা আয়োজন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পিঠা উৎসব। দেশীয় সংস্কৃতির মুখরোচক সব পিঠার স্বাদ নেন সবাই। ছিল ফুচকা, চা ও পানের ব্যবস্থা। বন্ধুরা পোশাকসহ বিভিন্ন পণ্যের স্টলও দেন।

সাংস্কৃতিক পর্বে বন্ধুদের নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

দুপুরের পর থেকে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। ঋতুর বৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে বন্ধুরা নৃত্য ও গান পরিবেশনা এবং কবিতা আবৃত্তি করেন। ছিল নাটিকা প্রদর্শনও। সাংস্কৃতিক সম্পাদক ইসরাত শার্লী ও প্রশিক্ষণ সম্পাদক জান্নাতুল নাঈনের সঞ্চালনায় শুরুতেই রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশন করেন সভাপতি অঙ্কন তঞ্চঙ্গ্যা।

ফাঁকে ফাঁকে চলে অতিথিদের বক্তব্য। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোনো মহৎ কাজ করা সম্ভব, যেটা বন্ধুসভা করে। ভবিষ্যতে এডাস্ট বন্ধুসভা আরও অনেক ভালো কাজ করবে বলে আশা করি।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব কামরুজ্জামান লিটু বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয়ভাবে যতগুলো প্রোগ্রামের আয়োজন করে, তাতে এডাস্ট বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণ করতে উদ্ধুদ্ধ করে। ভালো কাজের চর্চা করার জন্য সবাইকে অনুপ্রাণিত করে।’

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উৎসাহিত করে, তারা লেখালেখি করে, ফটোগ্রাফি করে, বিভিন্ন ইভেন্ট আয়োজন করে, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে। এভাবেই বন্ধুরা নিজেদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি মানুষ ও সমাজের উন্নয়নে এগিয়ে যায়।’

বন্ধুরা পোশাকসহ বিভিন্ন পণ্যের স্টল দেন
ছবি: বন্ধুসভা

এডাস্ট বন্ধুসভার উপদেষ্টা নূর নবী রাজ বলেন, ‘বন্ধুসভার প্রতিটি কার্যক্রমে সব সময় পাশে থাকব। ভবিষ্যতে এ রকম আরও সুন্দর ও অর্থবহ আয়োজনের প্রত্যাশা করছি, যা আমাদের ঐক্য ও ভালোবাসার বার্তা আরও শক্তিশালী করে তুলবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম দেলোয়ার, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহমুদা মুহসিনা বুশরা, সাংগঠনিক সম্পাদক অনিক সরকার, দপ্তর সম্পাদক মেঘা খেতানসহ এডাস্ট বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুরা।

শেষের আকর্ষণ ছিল র‌্যাফল ড্র। ভাগ্যবান বিজয়ীদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় স্মার্টফোন, স্মার্টওয়াচসহ ২০টির বেশি পুরস্কার।

প্রচার সম্পাদক, এডাস্ট বন্ধুসভা