ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার–বিষয়ক কর্মশালা

কর্মশালা শেষে প্রশিক্ষকদের সঙ্গে বন্ধুরা
ছবি: বেলালুর রহমান

স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে স্মার্ট হতে হবে। আমাদের সবার হাতেই ডিজিটাল ডিভাইস রয়েছে। তবু বাংলাদেশের লাখো তরুণ বেকারত্বের দায়ে অভিশাপগ্রস্ত। বেকারত্ব ঘোচাতে বিকল্প কিছু নিয়ে ভাবা উচিত। আর সেই ভাবনায় নিজেকে প্রতিষ্ঠিত করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ফ্রিল্যান্সিং। এ লক্ষ্যে ১০ সেপ্টেম্বর দিনাজপুর বন্ধুসভার আয়োজনে ‘এবিসিডি অব ফ্রিল্যান্সিং’ শিরোনামে অনুষ্ঠিত হয় ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার–বিষয়ক কর্মশালা।

প্রথম আলোর দিনাজপুর অফিসে অনুষ্ঠিত এ কর্মশালায় বন্ধুসভার বন্ধুরা ও শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচক হিসেবে ছিলেন কোডবাম্বল আইএনসি, দিনাজপুরের প্রতিষ্ঠাতা গোলাম জাকারিয়া ও সাইফুর রহমান।

শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজু বলেন, ‘ব্যক্তিজীবনে কর্মশালাগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সীমাবদ্ধতা পেরিয়ে যেতে পারব। চাকরির পেছনে দিনের পর দিন না ঘুরে কীভাবে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করা যায়, এ বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। আশা করছি, আজকের কর্মশালা আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।’

মূল পর্বে আলোচক গোলাম জাকারিয়া ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক আলোচনা করেন। আলোচনায় ওয়েব ডেভেলপার, এথিক্স, ওয়েবসাইট ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেন। তিনি বলেন, ‘আমাদের হাতের মুঠোয় এখন গোটা বিশ্ব। চাইলেই আমরা বর্তমান সময়গুলো কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারি। আমি ২৬টি জায়গায় কাজ করেছি। কোথাও মন বসেনি। শেষে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হই। এখন আমি কোডবাম্বেলের প্রতিষ্ঠাতা। কমিউনিকেশন স্কিল ফ্রিল্যান্সিংয়ে খুব গুরুত্বপূর্ণ। এতে আরও বেশ কিছু বিষয়ের ওপর গুরুত্ব দিতে হয়, যেমন ভাষা দক্ষতা, মনোযোগ ও স্থির লক্ষ্য।’ এ ছাড়া আলোচনায় টাইম ম্যানেজমেন্ট বিষয়ে তিনি চমৎকারভাবে বলেন, কীভাবে ২৪ ঘণ্টাকে ৮ ঘণ্টায় ৩ ভাগে ভাগ করে কাজে লাগানো যায়। একই সঙ্গে এক্সেলে কাজ করার সুযোগ, ভিডিও এডিটিং, এআই সম্পর্কেও বেশ কিছু ধারণা দেন তিনি।

কর্মশালায় আপওয়ার্কসহ বিভিন্ন ওয়ার্কপ্লেসে কাজ করার জন্য প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন আলোচক সাইফুর রহমান। তিনি বলেন, এই কাজে ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের পছন্দের কাজটি নিজেকে বেছে নিতে হবে। সময় ও শ্রম দিলে সফলতা নিশ্চয়ই আসবে।

দিনাজপুর বন্ধুসভার কর্মশালা
ছবি: বেলালুর রহমান

কর্মশালার অভিজ্ঞতা বিনিময় করে প্রশিক্ষণার্থী মকিদ হায়দার বলেন, ‘ফ্রিল্যান্সিং নিয়ে বন্ধুসভার আয়োজনটি চমৎকার ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের বিশেষ কৌশল শিখে দক্ষতা উন্নয়ন করে এই পেশায় এলে কাজের অভাব থাকবে না। তখন চাকরির পেছনেও আর ছুটতে হবে না, বরং অন্যদের কর্মসংস্থান করতে পারবে।’

সমাপনী বক্তব্যে দিনাজপুর বন্ধুসভার সভাপতি মুনিরা শাহানাজ চৌধুরী বলেন, ‘দিনাজপুর বন্ধুসভা বরাবরই ভালো কাজ করতে চায়। সেই লক্ষ্যেই আমাদের ধারাবাহিক আয়োজন বিভিন্ন কর্মশালার। এবারের পর্বে রেখেছি ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার–বিষয়ক এই কর্মশালা। আলোচকেরা দারুণভাবে উপস্থাপন করেছেন। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

কর্মশালা সঞ্চালনা করেন সহসভাপতি সুব্রত সরকার। শেষে আলোচকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপদেষ্টা শৈশব রাজু, সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক শুভ রায়। কর্মশালায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সাব্বির হাসান, সাংগঠনিক সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, দপ্তর সম্পাদক বেলালুর রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক খেয়া রানী রায়, বন্ধু অনুপ রায়, শুভজিৎ রায়, মনোরঞ্জন সিংঘ, বীথি জামান, ব্রততী বিশ্বাস প্রমুখ।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা