জেইউ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট

জেইউ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট

করপোরেট জগতে চাকরিপ্রত্যাশীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজন ‘জেইউ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট-২০২২’। ১৯ আগস্ট শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী এই আয়োজনে চাকরিপ্রত্যাশীদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ! সামিটে অর্ধশতাধিক করপোরেট প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও বিভিন্ন পদে চাকরির সুযোগ নিয়ে থাকবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত চলবে চাকরির প্রতিযোগিতা। যেসব শিক্ষার্থী ভবিষ্যৎ কর্মজীবন হিসেবে করপোরেট জগৎ বেছে নিতে চান, মেলায় তাদের জন্য থাকছে বিশেষ কাউন্সিলিংয়ের ব্যবস্থা। বিভিন্ন স্টলে থাকবে কর্পোরেট জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা। চাকরিপ্রার্থীর ও দাতাদের একই মঞ্চে নিয়ে আসবে এই মেলা।

অভিজ্ঞদের কাছ থেকে সিভি তৈরি ও ঠিক করে নেওয়ার সুযোগও থাকবে। বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ক্যারিয়ার–সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সেশন।

সভাপতি, জাবি বন্ধুসভা