খুঁজি তারে আমি আপনায়

অনুষ্ঠান শেষে ফ্রেমবন্দী বন্ধুরা
ছবি: ধনঞ্জয় বিশ্বাস

সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর বন্ধুসভা। ২৫ মে সন্ধ্যা ৬টায় রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুদের দলীয় নৃত্য
ছবি: ধনঞ্জয় বিশ্বাস

‘খুঁজি তারে আমি আপনায়’ প্রতিপাদ্যে নজরুলজয়ন্তী আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করা হয়। ছিল গান, কবিতা, নাচসহ নানা আয়োজন, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

শুরুতেই নজরুলসংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু চন্দ্রিকা মণ্ডল। এরপর স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ।

সঞ্চালনায় ওয়াসিমা তাসনিম ও হাসান মাহমুদ সম্রাট
ছবি: ধনঞ্জয় বিশ্বাস

সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে গান পরিবেশনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু হৃদয় সৈকত, কেরানীগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মামুন, ড্যাফোডিল বন্ধুসভার বন্ধু ফাহিম ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু সাজিব। এ ছাড়া দলীয় নৃত্য পরিবেশন করেন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধু জান্নাতুন মলি, ইমতিয়াজ ও সাজু। কবি নজরুলের কবিতা আবৃত্তি করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু শেখ লোকমান গালিব ও ড্যাফোডিল বন্ধুসভার বন্ধু রাকিবুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু জয়শ্রী চৌধুরীর নৃত্য পরিবেশনা
ছবি: ধনঞ্জয় বিশ্বাস

আয়োজনে ঢাকা মহানগর বন্ধুসভা ছাড়াও সাভার বন্ধুসভা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, নোয়াখালী বন্ধুসভা, মিরপুর বন্ধুসভা, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, ক্যামব্রিয়ান বন্ধুসভার প্রায় ১১০ জন বন্ধু উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সাইদুজ্জামান রওশন, বর্তমান সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক জাফর সাদিক, উপদেষ্টা ফাল্গুনী মজুমদার, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ, মোহাম্মদ আলী ফিরোজ, সহসভাপতি নেওয়াজুল মওলাসহ অন্য বন্ধুরা।

গানে মুগ্ধতা ছড়ান এই বন্ধুটি
ছবি: ধনঞ্জয় বিশ্বাস

সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু জয়শ্রী চৌধুরীর নৃত্যের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাসান মাহমুদ সম্রাট ও ওয়াসিমা তাসনিম।